‘হাওয়া’ সিনেমার মধ্য দিয়ে ১১ বছর পর আবার চালু হলো রাজশাহীর ‘রাজ তিলক’ সিনেমা হল।
শুক্রবার বিকেলে রাজশাহী নগরীর উপকণ্ঠ কাটাখালী বাজারে অবস্থিত এই সিনেমা হল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়। উদ্বোধনী দিন থেকেই প্রদর্শিত হয় ‘হাওয়া’।
সিনেমা হলটির ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন সাগর বলেন, ‘দীর্ঘদিন ধরে বন্ধ ছিল হলটি। শুক্রবার প্রথম দিনে ভালো দর্শক হয়েছে। আশা করছি, আগামীতে ভালো চলবে।’
এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌস সিদ্দিকি রাজু, আরাফি হোসেন তারজিদসহ অন্যরা।
২০১২ সালে ‘কমন জেন্ডার’ সিনেমা চলার পর শহরের অদূরে পবার কাটাখালী বাজারের পুরোনো রাজ তিলক হলটি বন্ধ হয়ে যায়। তখন রুম্মান হলটি কিনে নেন। কিন্তু তিনিও হলটি চালু করতে পারেননি। তারপর দীর্ঘদিন এমন অবস্থায় পড়ে ছিল। এবার তার কাছ থেকে হলটি নিয়ে চালুর উদ্যোগ নিয়েছেন ব্যবস্থাপক সাজ্জাদ হোসেন সাগর। তিনি হলটি নতুন করে চালু করেন।