বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বুড়া হইনি, লাইফটা এনজয় করছি: জায়েদ খান

  • নিজস্ব প্রতিবেদক   
  • ৯ মার্চ, ২০২৩ ১৭:১৯

‘আমি আসলে ফ্যাশন ভালোবাসি। আমি বুড়া হইনি এখনও। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, যতক্ষণ ব্যাচেলর, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি তো ইয়াং। আই এনজয় মাই লাইফ। লাইফটা এখনও এনজয় করি আমি।’

যতদিন বিয়ের পিঁড়িতে না বসছেন ততদিন পর্যন্ত নিজেকে যুবক ভাববেন আলোচিত চিত্রনায়ক জায়েদ খান। আর এভাবেই জীবনটা উপভোগ করতে চান তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০২১ বিতরণ অনুষ্ঠান উপলক্ষে রিহার্সেলে অংশ নিয়ে বুধবার সাংবাদিকদের এ কথা বলেন এই অভিনেতা।

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দুইবারের সাবেক সাধারণ সম্পাদক বলেন, ‘আমি আসলে ফ্যাশন ভালোবাসি। আমি বুড়া হইনি এখনও। যতক্ষণ পর্যন্ত সংসার না হয়, যতক্ষণ ব্যাচেলর, ততক্ষণ পর্যন্ত আমি ইয়াং। আমি তো ইয়াং। আই এনজয় মাই লাইফ। লাইফটা এখনও এনজয় করি আমি।’

বিয়ে করবেন কবে জানতে চাইলে তিনি বলেন, ‘মানসিকভাবে সংসার করার যে প্রস্তুতি, সেটা আামার এখনও হয়নি। সংসার করলে মন দিয়েই করতে চাই। জন্ম মৃত্যু বিয়ে আল্লার ওপর। এ নিয়ে কোনো প্রস্তুতি নাই।’

সম্প্রতি মুম্বাই গিয়ে কী করলেন সে প্রসঙ্গ অনেকটা আড়ালেই রাখতে চাইলেন জায়েদ খান। শুধু বললেন, ‘সেখান থেকে ঘড়ি কিনেছি। মাস্ক কিনেছি।’

পাঠান সিনেমা দেখেছেন কি না, জানতে চাইলে তিনি বলেন, ‘মুম্বাইতে গিয়েছিলাম। পাঠান দেখার সময় পাইনি। ব্যস্ত ছিলাম সেখানে।’

নায়ক বলেন, ‘নিজেকে ফিট রাখার চেষ্টা করছি। ভালো কাজ করতে হলে নিজেকে ফিট রাখতে হয়। আমার ওজন কমেছে। আরও কমানোর চেষ্টা করছি। ডায়েটেও ভিন্নতা এসেছে।

‘শিল্পীরা হলো কাদামাটির মতো। এরা মনকে শোনে। মনের ওপর চাপিয়ে দিলে হয় না।’

ভারতীয় সিনেমা বাংলাদেশে আনা প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি শুরু থেকে দেশীয় সংস্কৃতির বিকাশ লাভে হিন্দি সিনেমার বিপক্ষে। সবসময় চাইব হিন্দি সিনেমা যেন না আসে।’

এ বিভাগের আরো খবর