বলিউডের কিং খান শাহরুখ খানের অদেখা একটি ছবি প্রকাশিত হলো পাঠান সিনেমায় তার সঙ্গে কাজ করা মেকআপ আর্টিস্টের ইন্সটাগ্রামে।
অলিভ কার্গো ট্রাউজার্স, ডাবল লেয়ার চেইন এবং লম্বা চুলে সিক্স-প্যাক অ্যাবসের এ ছবিটি রীতিমতো ফ্যানদের তাক লাগিয়ে দিয়েছে।
ছবিতে দেখা গেছে, শার্টবিহীন শাহরুখের সঙ্গে পোজ দিচ্ছেন তার মেকআপ আর্টিস্ট প্রীতিশীল সিং ডিসুজা।
স্পেনে পাঠান সিনেমার ‘বেশারাম রাঙ’ গানের শুটিং চলাকালীন এ ছবিটি ক্লিক করা হয়েছে।
মেকআপ আর্টিস্ট তার ছবির ক্যাপশনে শাহরুখ খানকে একটি সুন্দর নোট দিয়ে বর্ণনা করেছেন, এ ছাড়াও শেয়ার করেছেন এমন ব্লকবাস্টার ছবিতে তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা।
প্রীতিশীল লেখেন, ‘স্মার্ট, চিন্তাশীল, বুদ্ধিমান, সাহসী, মজার, উদার, ডাউন টু আর্থ... আপনাকে বর্ণনা করতে শব্দ কম পড়ে। আপনাকে জানতে এবং আপনার সঙ্গে কাজ করতে পেরে আমি ধন্য এবং কৃতজ্ঞ।’
মুখ্য ভূমিকায় শাহরুখের কামব্যাক সিনেমাটিকে করে তুলেছে সর্বকালের সর্বোচ্চ আয়কারী ভারতীয় চলচ্চিত্রগুলির মধ্যে একটি। অ্যাকশন সিকোয়েন্স ছাড়াও শাহরুখের শরীর এবং লম্বা চুলের অবতারও নজর কেড়েছে সবার। সিনেমায় আরও ছিলেন দীপিকা পাডুকোন, জন আব্রাহাম। এ ছাড়াও ক্যামিওতে বিগ স্ক্রিনে দেখা যায় সালমান খানকে।