বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ফারুকীর 'শনিবার বিকেল' নিয়ে আপিল শুনানি ২১ জানুয়ারি

  •    
  • ১২ জানুয়ারি, ২০২৩ ২২:০৫

২০১৯ সালে ১৫ সদস্যের চলচ্চিত্র সেন্সর বোর্ড মোস্তফা সরওয়ার ফারুকীর 'শনিবার বিকেল' সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিল। দীর্ঘদিন ঝুলে থাকা বিষয়টির সুরাহা করতে সাত সদস্যের সেন্সর আপিল কমিটি ২১ জানুয়ারি শুনানির দিন ঠিক করেছে।

মোস্তফা সরওয়ার ফারুকী পরিচালিত 'শনিবার বিকেল' সিনেমা নিয়ে শুনানির দিন ঠিক করেছে চলচ্চিত্র সেন্সর আপিল কমিটি। ২১ জানুয়ারি এ শুনানি হবে জানিয়ে চিঠি দিয়েছে আপিল কমিটির সভাপতি মন্ত্রিপরিষদ সচিবের দপ্তর।

বৃহস্পতিবার রাতে তথ্য মন্ত্রণালয়ের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে ১৫ সদস্যের সেন্সর বোর্ড ২০১৯ সালে সর্বসম্মতিক্রমে সিনেমাটি প্রদর্শনের উপযোগী নয় বলে মত দিয়েছিল।

এ বিষয়ে একাধিকবার তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ সাংবাদিকদের জানান, সেন্সর বোর্ডের মতে, সিনেমাটি ২০১৬ সালের পয়লা জুলাই ঢাকার হলি আর্টিজান রেস্তোরাঁয় জঙ্গি হামলার ওপর নির্মিত অথচ সেখানে দেশের সামরিক, পুলিশ, বিজিবি ও র‍্যাবের সদস্যরা যে জীবন দিয়ে অসহায় জিম্মিদের উদ্ধার করেছে, দুইজন পুলিশ সদস্য প্রাণ দিয়েছে, সেটিই অনুপস্থিত। সেজন্য এই দৃশ্যগুলো সংযোজন করতে বলা হয়েছে।

চলচ্চিত্র সেন্সর বোর্ড প্রতিবেদনে সিনেমাটিতে সংশ্লিষ্ট ঘটনায় মানুষের প্রাণরক্ষায় জীবনদানের বিষয়টির অনুপস্থিতি, অভ্যন্তরীণ নিরাপত্তা, আন্তর্জাতিক ভাবমূর্তি, অপরাধ ও আইনহীনতা, ধর্মীয় অনুভূতিতে আঘাত ও অশ্লীল সংলাপ নিয়ে সদস্যরা মতামত দেন।

পরবর্তীতে ২০২০ সালে 'শনিবার বিকেল' প্রযোজক জাজ মাল্টিমিডিয়া সিনেমাটিতে কিছু দৃশ্য সংযোজিত হয়েছে দাবি করলে বোর্ড সেটি দেখে এবং কোনো সংযোজন পাওয়া যায়নি বলে জানায়।

গত আগস্ট মাসে জাজ মাল্টিমিডয়া আপিল শুনানির আবেদন করে। মোস্তফা সরওয়ার ফারুকীসহ কয়েকজন চলচ্চিত্র নির্মাতা সিনেমাটি নিয়ে গণমাধ্যম ও সামাজিক মাধ্যমে সাক্ষাৎকারও দেন।

মন্ত্রণালয় সূত্র জানায়, তথ্যমন্ত্রী হাছান মাহমুদ নিজে আপিল কমিটি ও সেন্সর বোর্ডকে বিষয়টি দ্রুত নিষ্পত্তি করতে কয়েক দফা কথা বলেছেন।

মন্ত্রিপরিষদ সচিবকে সভাপতি এবং সেন্সর বোর্ডের চেয়ারম্যান, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সচিবকে আহ্বায়ক করে গঠিত সাত সদস্যের সেন্সর আপিল কমিটিতে সংসদ সদস্য ও বিশিষ্ট অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা, সাবেক অতিরিক্ত সচিব নূরুল করিম, বিশিষ্ট অভিনেত্রী সুচরিতা ও ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত সদস্য হিসেবে এবং সেন্সর বোর্ডের ভাইস চেয়ারম্যান সদস্য সচিব হিসেবে আছেন।

এ বিভাগের আরো খবর