রহস্যে ঘেরা একটি সিনেমায় চুক্তিবদ্ধ হয়েছেন বরেণ্য অভিনেতা আফজাল হোসেন।
‘ওয়ান ইলেভেন’ নামের সিনেমাটি পরিচালনা করবেন নবীন নির্মাতা কামরুল ইসলাম রিফাত। এর মধ্য দিয়ে বড় পর্দায় নির্মাতা হিসেবে অভিষেক হবে তার।
রিফাত নিউজবাংলাকে জানান, সিনেমাটির শুটিং শুরু হবে চলতি বছরের মাঝামাঝি সময়ে।
তিনি বলেন, ‘আমাদের সিনেমায় আফজাল হোসেনকে পাওয়া অনেক আনন্দের। সিনেমাটিতে থ্রিল রয়েছে, চমক রয়েছে। এর অনেক কিছুই এখন প্রকাশ করছি না।’
ওয়ান ইলেভেন নিয়ে বুধবার সকালে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রহস্য, রোমাঞ্চকর ইতিহাসকে আতশি কাচের নিচে ফেলতেই স্পষ্ট দেখা মেলে নায়ক, খলনায়ক, পুলিশ, গোয়েন্দা, লেখক, সংবাদমাধ্যম আর কিছু অসমাপ্ত প্রশ্নের ভুলভ্রান্তিতে ভরা উত্তর। এ চলচ্চিত্র সে গল্প বলে।
হুমায়ুন কবিরের গল্পে ওয়ান ইলেভেনের সংলাপ লেখেন মোজাফফর হোসেন। চিত্রনাট্য সংশোধন ও পরিমার্জন করেছেন চলচ্চিত্রকার যুগল নূরুল আলম আতিক ও মাতিয়া বানু শুকু।