বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাপারাজ্জিদের বিশেষ অনুরোধ রণবীর-আলিয়ার

  •    
  • ৭ জানুয়ারি, ২০২৩ ২১:৪৮

রণবীরের সঙ্গে আলিয়া যোগ করেন, তারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যে পাপারাজ্জিরা কেবল তাদের কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে রাহা ছোট্ট মেয়ে, যে সবেমাত্র তার বাবা-মায়ের মুখ দেখতে ও চিনতে শুরু করেছে, তাই সে খ্যাতি ও সেলিব্রিটি জীবন সম্পর্কেও জানেনা। তাই তারা চান না মেয়ের ছবি এই মুহূর্তে ক্লিক করা হোক।

বলিউডের তুমুল জনপ্রিয় তারকা দম্পতি রণবীর কাপুর ও আলিয়া ভাট গত বছরের ৬ নভেম্বর কন্যা সন্তানের বাবা-মা হয়েছেন। এর কিছুদিন পরেই মেয়ে নাম জানালেও এখনও মেয়ের ছবি প্রকাশ করেননি তারা।

মেয়ে রাহার প্রতি অত্যন্ত যত্নশীল এই তারকা দম্পতি। কয়েকদিন আগে মেয়েকে নিয়ে শহরের রাস্তায় হাঁটতে গিয়ে ধরা পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েছিলেন তারা।

তবে শনিবার পাপারাজ্জিদের সঙ্গে অনানুষ্ঠানিক বৈঠকে মেয়ে রাহার ছবি না তোলার অনুরোধ জানালেন রণবীর-আলিয়া।

ই-টাইমসের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। এ নিয়ে রণবীর বলেছেন, অন্তত কয়েক বছর তারা রাহার সম্পর্কে খুব সুরক্ষামূলক থাকতে চায়। রাহা যখন বড় হবে এবং সে সোশ্যাল মিডিয়ায় থাকতে চাইবে, তখন এটা হয়ত তার পছন্দ হবে, কিন্তু বাবা-মা হিসেবে তারা আপাতত যতটা সম্ভব প্রতিরক্ষামূলক হতে চায়।

রণবীরের সঙ্গে আলিয়া যোগ করেন, তারা সম্পূর্ণরূপে বুঝতে পেরেছেন যে পাপারাজ্জিরা কেবল তাদের কাজ করছেন, কিন্তু এই মুহূর্তে রাহা ছোট্ট মেয়ে, যে সবেমাত্র তার বাবা-মায়ের মুখ দেখতে ও চিনতে শুরু করেছে, তাই সে খ্যাতি ও সেলিব্রিটি জীবন সম্পর্কেও জানেনা। তাই তারা চান না মেয়ের ছবি এই মুহূর্তে ক্লিক করা হোক।

বলিউড তারকা দম্পতি রণবীর-আলিয়া। ছবি: সংগৃহীত

আলিয়া আরও যোগ করেন, রণবীর এবং তিনি নার্ভাস বাবা-মা। যেহেতু প্রথমবার তারা বাবা-মা হয়েছেন তাই তারা অতিরিক্ত সতর্ক থাকতে চান।

এই দম্পতি পাপারাজ্জিদের আরও আশ্বস্ত করেন যে, তারা সবসময় তাদের জন্য পোজ দেবেন এবং কখনই ছবির জন্য না বলবেন না, তবে তারা রাহার ছবি ক্লিক না করলে খুবই ভালো হয়।

আলিয়া পাপারাজ্জিদের পরামর্শ দেন, যদি রাহার ছবি ক্লিক করতে হয়, তবে তাদের উচিত তার মুখ হার্ট ইমোজি বা অন্য কোনো গ্রাফিক দিয়ে লুকিয়ে রাখা।

রণবীর-আলিয়ার অনুরোধ মেনে নিয়েছেন পাপারাজ্জিরা এবং অফ দ্য রেকর্ড পাপারাজ্জিদের রাহার ছবি দেখিয়েছিলেন এই তারকা দম্পতি। আলিয়া পাপারাজ্জিদের বলেন, তারাই প্রথম রাহার ছবি দেখলেন।

এ বিভাগের আরো খবর