বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রণবীরে প্রভাবিত রাশ্মিকা

  •    
  • ৭ জানুয়ারি, ২০২৩ ১৯:৪৩

পুষ্পা খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি অ্যানিমেল নিয়ে খুব উত্তেজিত। এটা আশ্চর্যজনক যে, আপনি যখন সত্যিকার অর্থে কোনো কিছু নিয়ে উত্তেজিত হন, তখন তা আপনার কাজে বেরিয়ে আসে। আপনি ক্রমাগত শুট সম্পর্কে চিন্তা করছেন এবং একটি দৃশ্য করার বিভিন্ন উপায় নিয়ে ভাবছেন। এটি আমি অ্যানিমেল-এ শিখেছি।’

ভারতের কন্নড় ও তেলেগু সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী রাশ্মিকা মান্দানা গত বছরের অক্টোবরে মুক্তি পাওয়া গুডবাই সিনেমা দিয়ে বলিউডে অভিষিক্ত হন। হাতে রয়েছে বলিউডের একাধিক সিনেমা।

এই মুহূর্তে রণবীর কাপুরের সঙ্গে কাজ করছেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা পরিচালিত অ্যানিমাল নামে একটি সিনেমায়। কদিন আগেই প্রকাশ করা হয়েছে সিনেমাটির ফার্স্ট লুক। এতে রণবীরের লুক দেখেই সিনেমাটি নিয়ে উত্তেজনা বেড়েছে দর্শকদের।

সম্প্রতি এক সাক্ষাৎকারে সিনেমাটি ও এতে তার সহ অভিনেতাদের নিয়ে কথা জানিয়েছেন রাশ্মিকা। অভিনেত্রী জানিয়েছেন, রণবীরের সঙ্গে অ্যানিমাল-এ কাজ করতে গিয়ে কীভাবে তার অভিনয় প্রভাবিত হয়েছে।

বলিউড বাবলকে দেয়া সেই সাক্ষাৎকারে রশ্মিকা বলেন, ‘আমি মনে করি অ্যানিমেল-এর শুটিংয়ের পর যা ঘটছে তা আমাকে একজন অভিনেতা হিসেবে কয়েকটি জিনিস উপলব্ধি করতে শিখিয়েছে। আমি মনে করি, আমার চলচ্চিত্রের পছন্দ ভিন্ন হতে চলেছে, আমি যেভাবে পারফর্ম করতে যাচ্ছি সেটা অন্যরকম হতে চলেছে। আমার ওপর এইসব প্রভাবের কারণ সন্দীপ স্যার, রণবীর ও অনিল স্যারের সঙ্গে এত ঘনিষ্ঠভাবে কাজ করা।’

অভিনেত্রী রাশ্মিকা মান্দানা। ছবি: সংগৃহীত

পুষ্পা খ্যাত এই অভিনেত্রী আরও বলেন, ‘আমি অ্যানিমেল নিয়ে খুব উত্তেজিত। এটা আশ্চর্যজনক যে, আপনি যখন সত্যিকার অর্থে কোনো কিছু নিয়ে উত্তেজিত হন, তখন তা আপনার কাজে বেরিয়ে আসে। আপনি ক্রমাগত শুট সম্পর্কে চিন্তা করছেন এবং একটি দৃশ্য করার বিভিন্ন উপায় নিয়ে ভাবছেন। এটি আমি অ্যানিমেল-এ শিখেছি।’

সেই উদাহরণ দিয়ে অভিনেত্রী যোগ করেন, ‘যেমন দুঃখ দেখানোর এক উপায় কখনই হতে পারে না। দুঃখ দেখানোর চার, পাঁচ, ছয়, সাতটি উপায় আছে। সুতরাং আপনি এই সব চেষ্টা করুন। যেটি আপনার সঙ্গে সবচেয়ে ভালো মানায়, তা বেছে নেবেন।’

এদিকে অ্যানিমেল-এর আগেই চলতি মাসে সিদ্ধার্থ মালহোত্রার সঙ্গে মিশন মজনুতে দেখা দিবেন রাশ্মিকা।

এ বিভাগের আরো খবর