বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

পাঠানের প্রচার ঘিরে হিন্দুত্ববাদীদের তাণ্ডব

  •    
  • ৫ জানুয়ারি, ২০২৩ ১৬:৫৭

গত ১২ ডিসেম্বর প্রকাশ পায় পাঠান-এর ‘বেশরম রং’ গানটি। এরপর ব্যাপক প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে শুরু হয় নানা বিতর্ক। সিনেমাটি বয়কটেরও ডাক দেয় একাংশ। এবার সিনেমাটির প্রচার ঘিরে তাণ্ডব চালাল কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের কর্মীরা।

‘বেশরম রং’ গানটি মুক্তির পর থেকেই নানা বিতর্ক বাঁধে শাহরুখ খান ও দীপিকা পাডুকোনের আসন্ন সিনেমা পাঠান নিয়ে। দু-একটি মহল সিনেমাটি বয়কটের ডাকও দিয়েছে।

এবার ভারতের গুজরাটে কট্টর হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের রোষের মুখে পাঠান।

২৫ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে পাঠান। এ জন্য চলছে নানা রকম প্রচার। তেমনই আহমেদাবাদের কর্ণাবতী এলাকার একটি শপিং মলে লাগানো হয়েছিল শাহরুখ-দীপিকার ছবিসংবলিত পাঠান সিনেমার কাটবোর্ড।

সেখানে গিয়েই তাণ্ডব চালিয়েছে বজরং দলের কর্মীরা। ভেঙে গুঁড়িয়ে দিয়েছে কাটবোর্ড, ছিঁড়ে ফেলেছে পোস্টার।

সেই তাণ্ডবের একটি ভিডিও বার্তা সংস্থা এএনআইয়ের টুইটারে পোস্ট করা হয়েছে।

#WATCH | Gujarat | Bajrang Dal workers protest against the promotion of Shah Rukh Khan's movie 'Pathaan' at a mall in the Karnavati area of Ahmedabad (04.01)(Video source: Bajrang Dal Gujarat's Twitter handle) pic.twitter.com/NelX45R9h7

— ANI (@ANI) January 5, 2023

গত ১২ ডিসেম্বর প্রকাশ পায় পাঠান-এর বেশরম রং গানটি। এরপর ব্যাপক প্রশংসার পাশাপাশি গানটি নিয়ে শুরু হয় কিছু বিতর্ক। গানে দীপিকার পোশাক নিয়ে আপত্তি তোলেন ভারতের মধ্যপ্রদেশের মন্ত্রী নরোত্তম মিশ্র। গানটি সংধোশন করা না হলে মধ্যপ্রদেশে সিনেমাটি নিষিদ্ধের হুমকিও দেন তিনি।

আরও পড়ুন: দীপিকার পোশাকে মন্ত্রীর আপত্তি, মধ্যপ্রদেশে ‘পাঠান’ নিষিদ্ধের হুমকি

মন্ত্রীর বক্তব্যের পর মধ্যপ্রদেশের ইন্দোরে গানটি নিয়ে বিক্ষোভ করে হিন্দুত্ববাদী সংগঠন বীর শিবাজি গ্রুপের কর্মীরা। শাহরুখ-দীপিকার কুশপুত্তলিকাও পোড়ায় তারা।

আরও পড়ুন: শাহরুখের কুশপুত্তলিকা পোড়ালো বিক্ষোভকারীরা

শুধু তা-ই নয়, বেশরম রং গানে গেরুয়া রঙের অপমান করা হয়েছে অভিযোগ তুলে ২০ ডিসেম্বর শাহরুখ খানকে পুড়িয়ে হত্যার হুমকি দেন ভারতের অযোধ্যার এক সাধু।

আরও পড়ুন: শাহরুখকে পুড়িয়ে হত্যার হুমকি

শাহরুখ-দীপিকা ছাড়াও সিদ্ধার্থ আনন্দের পরিচালিত পাঠান-এ গুরুত্বপূর্ণ এক চরিত্রে অভিনয় করেছেন জন আব্রাহাম। হিন্দি, তামিল, তেলেগু ভাষায় প্রেক্ষাগৃহে মুক্তি পাবে পাঠান।

এ বিভাগের আরো খবর