তুষার ঝড়জনিত দুর্ঘটনায় আহত জনপ্রিয় হলিউড অভিনেতা জেরেমি রেনারের অবস্থা এখনও ‘গুরুতর কিন্তু স্থিতিশীল’ বলে জানিয়েছে তার মুখপাত্র।
রেনার মুখপাত্রের বরাত দিয়ে ডেডলাইনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সোমবার বিবৃতিতে অভিনেতার মুখপাত্র জানিয়েছেন, অস্ত্রোপচার করা হয়েছে, তার শারীরিক অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে। এখন নিবিড় পরিচর্যা ইউনিটে রয়েছেন।
বিবৃতিতে জানানো হয়েছে, জেরেমির পরিবার তার দেখাশোনা করছে। ডাক্তার, নার্স এবং ভক্ত-অনুরাগীদের প্রতি কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশ করেছে তার পরিবার।
রোববার সকালে যুক্তরাষ্ট্রের নেভাদায় দুর্ঘটনাটি ঘটে। দুর্ঘটনাস্থল থেকে রেনাকে উড়োজাহাজে করে স্থানীয় হাসপাতালে নেয়া হয়।
অ্যাভেঞ্জার্স ও ক্যাপ্টেন আমেরিকা সিনেমার তারকা ৫১ বছর বয়সী রেনার দুইবারের অস্কার মনোনীত। তার আলোচিত সিনেমার মধ্যে আরও রয়েছে, দ্য হার্ট লকার এবং উইন্ড রিভার।