প্রকাশ পেল ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম টু সিনেমার প্রথম গান ‘চালাও গুলি’। সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান কপ করপোরেশনের ইউটিউব চ্যানেলে রোববার সন্ধ্যা ৬টার প্রকাশ করা হয় আইটেম গানটি।
আর এই গানটি দিয়েই প্রথমবারের মত নিজের অভিনীত সিনেমা বাদে অন্য কোনো সিনেমায় আইটেম গানে নাচলেন চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।
এ নিয়েই নিউজবাংলার সঙ্গে অনুভূতি প্রকাশ করলেন ঢাকাই সিনেমার জনপ্রিয় এই চিত্রনায়িকা।
গানটি করবেন কি করবেন না, তা নিয়ে দ্বিধায় থাকলেও গানটি দেখে সন্তষ্ট ববি।
তিনি বলেন, ‘আমি নিজের অভিনীত সিনেমার বাইরে শুধু আইটেম গানে অন্য কোনো সিনেমায় নাচিনি আগে। এ নিয়ে কনফিউজড ছিলাম করব কি করব না। সানী সারোয়ার ভাই (সিনেমাটির পরিচালক) আমাকে বুঝালেন, পুষ্পা সিনেমায় সামান্থার আইটেম গানের উদাহরণ দিলেন। আর সত্যি বলতে সেই গানটি আমারও খুব পছন্দের। সব মিলিয়ে ভেবে করে ফেললাম।’
কাজটি করার অভিজ্ঞতা জানিয়ে ববি বলেন, ‘বেশ মজা করেই গানটি করেছি, একদিন বিকেল-সন্ধ্যার দিকে শুরু করে ভোর রাতে শেষ করলাম। একরাতেই গানটির শুটিং কমপ্লিট করেছিলাম।’
চালাও গুলি গানের শুটিংয়ের সময় ববি। ছবি: সংগৃহীত
গানটি নিয়ে নিজের প্রত্যাশা ও সন্তষ্টির কথা জানিয়ে এই চিত্রনায়িকা বলেন, ‘কাজটি করে ও ফাইনালি গানটি দেখে ভালো লেগেছে, যারা দেখেছেন তারাও প্রশংসা করেছেন। এখন দেখা যাক দর্শকরা কীভাবে নেয়। আর নিজের সন্তষ্টির কথা বলতে গেলে; আসলে আমি আমার কোনো কাজেই পুরোপুরি সন্তষ্ট থাকতে পারিনা, মনে হয় আরও বেটার কিছু করতে হবে।’
‘চালাও গুলি’ গানটির নাচের কোরিওগ্রাফার মোফাসসাল আলিফ। মুক্তাদির মাওলার কথায় গানটি গেয়েছেন নাশা ও মীর মাসুম।
২০২৩ সালের ৬ জানুয়ারি মুক্তি পেতে যাচ্ছে ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম টু। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন চিত্রনায়ক আরিফিন শুভ।
সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ পরিচালিত সিনেমাটি বাংলাদেশের পাশাপাশি ১৫টি দেশে মুক্তির কথা রয়েছে।