তুমুল জনপ্রিয় ওয়েব সিরিজ কারাগার পার্ট ২ মুক্তি পেতে যাচ্ছে ২২ ডিসেম্বর। ওটিটি প্ল্যাটফর্ম হইচইতে মুক্তি পাওয়া সিরিজের প্রথম পার্ট দেখে মুগ্ধতা প্রকাশ করেছিলেন দুই বাংলার দর্শকরা।
সিরিজের প্রথম পার্ট জুড়ে ছিল রহস্য। কিন্তু দ্বিতীয় পার্টে রহস্যের তেজ কিছুটা কমবে, বাড়বে ড্রামা। নিউজবাংলার সঙ্গে কথা বলার সময় এমনটাই জানালেন এর পরিচালক সৈয়দ আহমেদ শাওকী।
তিনি নিউজবাংলাকে বলেন, ‘আগের পর্বে দর্শকরা রহস্য দেখেছেন। এবারের পর্বে ড্রামা বেশি থাকবে। প্রথম পর্বে আমরা নানা প্রশ্ন তোলার চেষ্টা করেছি। সেগুলোর উত্তর দেয়ার চেষ্টা করেছি পার্ট টু তে।’
‘উত্তর দেয়ার চেষ্টা’ কেন বলছেন তারও ব্যাখ্যা দেন শাওকী। বলেন, ‘আমাদের কাছে যেটা বেস্ট মনে হয়েছে, সেটা করেছি। সেটা অন্যদের কাছে সেরা মনে হবে কি না জানি না। দর্শকদেরও সেরা মনে হলে আমরা সার্থক।’
কারাগার পার্ট ২ এর ট্রেইলার প্রকাশ পেয়েছে বেশ কিছুদিন হলো। সেখানে চঞ্চল চৌধুরীর কণ্ঠে একটি সংলা রয়েছে এমন, ‘আমি গল্প শোনাব। একটি ভালো গল্পের চেয়ে বেশি শক্তিশালী আর কি হতে পারে।’
সংলাপটি নিয়ে শাওকীর মন্তব্য, ‘কোনো বিষয় যদি গল্প আকারে বলা হয় সেটি শ্রোতার মনে বেশি ইমপ্যাক্ট ফেলে।’
চঞ্চল চৌধুরীর কণ্ঠে আরও শোনা যায়, ‘কিসের শেষ? এটা তো মাত্র শুরু।’ এ সংলাপটি ব্যবহারের মাধ্যমে কি নতুন কোনো চমক দেয়ার আভাস দেয়া হয়েছে? শাওকী বললেন, ‘থাকতে পারে’।
সিরিজের একটি চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ। তার কণ্ঠে পার্ট ২ এর ট্রেইলারে শোনা যায়, ‘এই যুদ্ধ (মহান মুক্তিযুদ্ধ) কি জন্ম দিয়েছে? বাংলাদেশ। আর?’ এখান থেকে ধারণা করা হচ্ছিল মুক্তিযুদ্ধের কোনো বিষয় থাকতে পারে এ সিরজটিতে।
ধারণার সঙ্গে একমত পোষণ করেছেন শাওকী। তিনি বলেন, ‘দেশের ইতিহাস, ৭১ এর ইতিহাসের বিষয় আছে এখানে। সেটা কোন অংশের ইতিহাস, ওটা জানতে সিরিজটি দেখতে হবে।’
আর কয়েকঘণ্টা পরেই সিরিজটি প্রকাশ পাবে হইচইতে। কেমন লাগছে? মুক্তির আগ মুহূর্তে টেনশন হচ্ছে না এনজয় করছেন শাওকী?
শাওকী বলেন, ‘টেনশনই হচ্ছে। অনেক এক্সপেকটেশন তৈরি হয়েছে সিরিজটি নিয়ে। দর্শকদের বলব, আকাশ কুসুম প্রত্যাশা না করার জন্য। আমরা আমাদের সেরাটা করেছি। বাকিটা দর্শকরা বলবেন।’
সিরিজটিতে অভিনয় করেছেন আফজাল হোসেন, ইন্তেখাব দিনার, বিজরী বরকতুল্লাহ, তাসনিয়া ফারিণ, এফএস নাঈমসহ আরও অনেকে।
কারাগারের প্রথম পর্বে দেখানো হয়েছিল আকাশনগর সেন্ট্রাল জেলের গল্প। যেখানে জেলটির ১৪৫ নম্বর সেলে আবির্ভাব হয়েছিল এক রহস্য মানবের। ১৪৫ নম্বর সেল এমন একটি কারাকক্ষ, যা গত ৫০ বছর ধরে তালাবন্ধ ছিল।