বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বিশ্বকাপের সমাপনী মঞ্চে নোরাসহ একঝাঁক তারকা

  •    
  • ১৮ ডিসেম্বর, ২০২২ ২০:৪১

১৫ মিনিটের অনুষ্ঠানে কাতারি গীতিকার আইশার সঙ্গে আমেরিকান-নাইজেরিয়ান গায়ক ডেভিডো টুর্নামেন্টের থিম সং ‘হায়া হায়া’ পরিবেশন শুরু করেন।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানের মঞ্চ মাতালেন বলিউড অভিনেত্রী ও নৃত্যশিল্পী নোরা ফাতেহি। তারকাখচিত এই অনুষ্ঠানে নোরা ছাড়াও ছিলেন ডেভিডো, আয়েশা, ওজুনা গিমস, বলকিস, রাহমা রিয়াদ।

১৫ মিনিটের অনুষ্ঠানে কাতারি গীতিকার আইশার সঙ্গে আমেরিকান-নাইজেরিয়ান গায়ক ডেভিডো টুর্নামেন্টের থিম সং ‘হায়া হায়া’ পরিবেশন শুরু করেন।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে একঝাঁক তারকা। ছবি: এএফপি

এই জুটির সঙ্গে কোরাস করেন পুয়ের্তো রিকান রেগেটোন গায়ক ওজুনা এবং ফরাসি র‌্যাপার গিমস। তাদের সঙ্গে কণ্ঠ মেলান মরক্কান গায়িকা নোরা ফাতেহি৷

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করছেন নোরা ফাতেহি। ছবি: এএফপি

আমিরাতি পপতারকা বলকিস, ইরাকি সংগীতশিল্পী রাহমা রিয়াদ এবং মরক্কোর কণ্ঠশিল্পী মানাল ‘লাইট দ্য স্কাই’ দিয়ে পারফরম্যান্স শেষ করেন।

বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে একঝাঁক তারকা। ছবি: এএফপি

লুসাইল আইকনিক স্টেডিয়ামে রাত ৯টায় মাঠে গড়াবে ফিফা বিশ্বকাপের ২২তম আসরের ফাইনাল ম্যাচ। আর্জেন্টিনা ও ফ্রান্স শিরোপা নির্ধারণী ম্যাচে লড়বে নিজেদের তৃতীয় শিরোপা ঘরে তোলার মিশনে।

এ বিভাগের আরো খবর