বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সেন্সর পেল ‘ইব্রাহিম’

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১৬ ডিসেম্বর, ২০২২ ১০:৪৫

নিজের প্রথম সিনেমা নিয়ে নির্মাতা প্রিন্স বলেন, ‘আমি দর্শকের উদ্দেশে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, এমন নতুন ধারার অ্যাকশন প্যাক সিনেমা আপনারা এ দেশে আগে কখনই দেখেননি।’

করোনা মহামারির সময় শুটিং শুরু হয়েছিল নবীন পরিচালক আশিকুর রহমান প্রিন্স পরিচালিত অ্যাকশন প্যাক সিনেমা ইব্রাহিম এর। সব কাজ শেষ করে সম্প্রতি সেন্সর সার্টিফিকেট হাতে পেয়েছেন পরিচালক। এখন অপেক্ষা সিনেমাটি মুক্তির।

সিনেমাটির গল্প, চিত্রনাট্য, অ্যাকশন ডিরেকশন, গান গাওয়া, অভিনয় ও পরিচালনার পাশাপাশি সিনেমাটি প্রযোজনা করেছেন প্রিন্স। শিমুল খান মোশন পিকচার্সের সার্বিক সহযোগিতাসহ সিনেমাটিতে আরও যুক্ত আছে কনটেক্সট জি ফিল্মস।

নিজের প্রথম সিনেমা ইব্রাহিম সম্পর্কে বলতে গিয়ে সংবাদ বিজ্ঞপ্তিতে প্রিন্স বলেন, ‘সিনেমাটির শুটিং থেকে সেন্সর পাওয়া পর্যন্ত জার্নিটা আমার জীবনে স্মরণীয় হয়ে থাকবে। সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমি দর্শকের উদ্দেশে খুব আত্মবিশ্বাসের সঙ্গে বলতে চাই, এমন নতুন ধারার অ্যাকশন প্যাক সিনেমা আপনারা এ দেশে আগে কখনই দেখেননি।’

সিনেমার প্রধান খলনায়ক অভিনেতা শিমুল খান বলেন, ‘পরিচালকের মতো মাল্টি ট্যালেন্টেড ফিল্মম্যান আমি এ দেশে আগে দেখিনি। আমি সিনেমাটি নিয়ে যথেষ্ট আশাবাদী। এটা খুবই রুচিশীল একটা অ্যাকশন প্যাক সিনেমা হয়েছে।’

সিনেমাটির কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন নবাগত নায়ক সৈয়দ জিসান, সেলিনা আফ্রি, প্রিন্স, সিনি স্নিগ্ধা, ইকবাল হোসেন, এ্যালেক্স রিপনসহ অনেকে।

এ বিভাগের আরো খবর