ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব (ডিআইএফএফ) শুরু হতে যাচ্ছে আগামী ১৪ জানুয়ারি। উৎসবের ২১তম আসরটি চলবে ২২ জানুয়ারি পর্যন্ত।
উৎসবে ১০টি বিভাগে প্রতিযোগিতার পাশাপাশি দর্শকরা দেখার সুযোগ পাবেন দেশ-বিদেশের সব সিনেমা। এবারের উৎসবে বাংলাদেশ প্যানারোমায় বিভিন্ন দৈর্ঘ্যের ৩০টি সিনেমা প্রদর্শিত হবে। উৎসবের ওয়েব সাইটে এসব তথ্য জানানো হয়েছে।
যার মধ্যে রয়েছে জেকে ১৯৭১, সাঁতাও, বিউটি সার্কাস, দামাল, পাপ পুণ্য, যা হাড়িয়ে যায়, প্রিয় সত্যজিৎ, দেশান্তর নামের পূর্ণদৈর্ঘ্য সিনেমাসহ আরও অনেক স্বল্পদৈর্ঘ্য সিনেমা।
ওয়াইড অ্যাঙ্গেল বিভাগে ১১টি সিনেমার মধ্যে রয়েছে খিজির হায়াৎ খান পরিচালিত সিনেমা ওরা ৭ জন।
এ বিভাগেই এবার প্রদর্শিত হবে উপমহাদেশের খ্যাতনামা চলচ্চিত্রকার ঋত্বিক কুমার ঘটকের দুর্লভ প্রামাণ্যচিত্র দুর্বার গতি পদ্মা। বাংলাদেশের মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে এটি নির্মাণ করেন ঋত্বিক।
পশ্চিম বঙ্গের নির্মাতা অনিক দত্ত পরিচালিত সিনেমা অপরাজিত দেখার সুযোগ থাকছে ঢাকার দর্শকদের। সিনেমাটি এশিয়ান ফিল্ম কম্পিটিশন বিভাগে প্রতিযোগিতা করবে।
সিনেমা অফ দ্যা ওয়ার্ল্ড বিভাগে দেখা যাবে বাংলাদেশের হাওয়া, পরমব্রত চট্টপাধ্যায় পরিচালিত সৌমিত্র চট্টপাধ্যায়কে উৎস্বর্গ করে নির্মিত অভিযান, ব্যোমকেশ হত্যামঞ্চ, কাকাবাবুর প্রত্যাবর্তন।
উৎসবের একই বিভাগে প্রতিযোগিতা করবে জয়া আহসান অভিনীত ঝরা পালক, ভারতের দক্ষিণী অভিনেত্রী সাই পল্লবি অভিনীত গার্গি। এ সিনেমা দুটিও দেখা যাবে উৎসবে।
সিনেমা অফ দ্য ওয়ার্ল্ড বিভাগে প্রদর্শিত হবে থার্টি ফাইভ নামের একটি তথ্যচিত্র। আশিক মোস্তফা পরিচালিত এ তথ্য চিত্রে উঠে এসেছে ৩৫ মিলিমিটার ফিল্ম দিয়ে সিনেমা নির্মাণের সময়।
পরিচালকের দাবি, এ তথ্যচিত্রে দেশের মূল ধারার সিনেমার উত্থান-পতনের একটি সংক্ষিপ্ত ইতিহাস।
উৎসবে আরও দেখা যাবে অরিন্দম শীল পরিচালিত পশ্চিমবঙ্গের সিনেমা মহানন্দা। সিনেমাটি স্পিরিচুয়াল সেকশনে প্রতিযোগিতা করবে।