১৬ ডিসেম্বর সারা বিশ্বে মুক্তি পাচ্ছে তুমুল আলোচিত সিনেমা অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার। একই দিনে বাংলাদেশেও মুক্তি পাচ্ছে সিনেমাটি।
শুক্রবার স্টার সিনেপ্লেক্সে ৪২টি শো দিয়ে শুরু হচ্ছে সিনেমাটির প্রদর্শনী। ঢাকা ও চট্টগ্রামের মোট ৬টি শাখায় সিনেমাটি দেখা যাবে। শনিবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত প্রত্যেকদিন প্রদর্শিত হবে ৪৮টি করে শো।
শো এর সংখ্যার দিক থেকে অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার অবশ্য ভাঙতে পারেনি স্পাইডারম্যান: নো ওয়ে হোম সিনেমার রেকর্ড। নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন স্টার সিনেপ্লেক্সের সিনিয়র মার্কেটিং ম্যানেজার মেজবাহ উদ্দিন আহমেদ।
তিনি বলেন, ‘আমাদের এখানে অগ্রিম টিকেট বিক্রিতে খুব ভালো সাড়া পাচ্ছি। করপোরেট হল বুকিংও হচ্ছে।’
অ্যাভাটার মুক্তির ১৩ বছর পর পর্দায় আসছে জেমস ক্যামেরনের অ্যাভাটার: দ্য ওয়ে অব ওয়াটার। অ্যাভাটার সিনেমাটি এ পর্যন্ত বিশ্বজুড়ে ২৮০ কোটি ডলারের বেশি আয় করেছে, যা সর্বকালের সর্বোচ্চ।
২১৫৪ সালের পটভূমিতে রচিত অ্যাভাটার: দ্য ওয়ে অফ ওয়াটার সিনেমার গল্প। যেখানে দেখা যায় পৃথিবী নামের গ্রহটা প্রায় মৃত, শক্তির সব উৎস শেষ হয়ে এসেছে। তখন পৃথিবীর অধিবাসীদের একদল প্রতিনিধি প্যান্ডোরা নামের গ্রহে। সেখানে আছে পৃথিবীকে বাঁচানোর মত এক শক্তির উৎস, যার নাম ‘আনঅবটেনিয়াম’।
তবে পৃথিবীর জন্য এটি নিয়ে আসার জন্য বাধা হয়ে দাঁড়ায় প্যান্ডোরা গ্রহের অধিবাসীরা। মানুষের মতোই বাহ্যিক আকার কিন্তু লম্বা ও লেজ বিশিষ্ট এ অধিবাসীরা ‘ন্যা’ভি’ নামে পরিচিত। ন্যা’ভিরা নিজেদের গ্রহের জীব-বৈচিত্র্য রক্ষায় বদ্ধ পরিকর। শুরু হয় সংঘাত।