শুরু হয়ে গেছে ব্ল্যাক ওয়ার। যার আভাস এলো বুধবার সন্ধ্যায়। অনলাইনে খুব দ্রুতই ছড়িয়ে যাচ্ছে এ ওয়ারের কথা।
ব্ল্যাক ওয়ার মূলত কপ থ্রিলার সিনেমা মিশন এক্সট্রিমের সিক্যুয়াল। সিনেমাটির পুরো নাম ব্ল্যাক ওয়ার: মিশন এক্সট্রিম ২।
৬ জানুয়ারি মুক্তি পাবে সিনেমাটি। বুধবার সন্ধ্যায় প্রকাশ পেয়েছে সিনেমাটির টিজার। নতুন মিশন আর নতুন অভিযানের নেতৃত্ব দেবেন সিআরটি অফিসার আরিফিন শুভ।
এবার তাদের মুখোমুখি হতে হবে অদৃশ্য শত্রুর। শত্রুর বিরুদ্ধে অভিযান এবার সীমানা টপকাবে। টিজারে তারই আভাস পাওয়া গেছে। মরুর দেশ দুবাইতে অভিযান পরিচালনা করতে দেখা যাবে শুভকে।
টিজারে শুভর কণ্ঠে শোনা যায়, ‘এই মিশন হয়তোবা সহজ হবে না। আমরা অনেকেই হয়তোবা এই মিশন থেকে ফিরে আসব না।’
মিশন এক্সট্রিম সিনেমার প্রায় সব অভিনেতাই থাকছেন ব্ল্যাক ওয়ারে। সিনেমাটি পরিচালনা করেছেন সানী সানোয়ার ও ফয়সাল আহমেদ। বাংলাদেশে মুক্তির পাশাপাশি ব্ল্যাক ওয়ার ১৫টি দেশে মুক্তির কথা রয়েছে।