বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

এখন শুধু অ্যাকশন বলার অপেক্ষায় শাহরুখপুত্র আরিয়ান

  •    
  • ৭ ডিসেম্বর, ২০২২ ১৬:৫৪

আরিয়ানের সেই পোস্টের মন্তব্যে শাহরুখ খান লিখেছেন, ‘বাহ...ভাবছি...বিশ্বাস হচ্ছে...স্বপ্ন দেখছি, এখন সাহস করে এগিয়ে যাওয়া...শুভ কামনা। এটা সবসময়ই বিশেষ...।’  শাহরুখের এই মন্তব্যের পর শুরু হয় পিতা-পুত্রের মজার কথোপকথন।

গত বছরের অক্টোবরে মাদক মামলা নিয়ে তুমুল আলোচনায় ছিলেন বলিউড সুপারস্টার শাহরুখ খানের ছেলে আরিয়ান খান। এরই মধ্যে সেসব আলোচনা-সমালোচনা পার করেছেন এই তারকা সন্তান।

সেই ঘটনার ঠিক এক বছর পর চলতি বছরের অক্টোবরে জানা যায়, আরিয়ানের কর্মজীবনে যাত্রার কথা। ওয়েব সিরিজের জন্য গল্প লিখেছেন তিনি এবং চলতি বছরের শেষের দিকেই শুরু হবে এর শুটিং। এর পরিচালনাও করবেন তারকাপুত্র।

সিরিজটির সঙ্গে যুক্ত ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে তখন ই-টাইমসের এক প্রতিবেদনে বলা হয়েছিল, ‘আরিয়ানের লেখা সিরিজটির জন্য কাস্টিং শুরু হয়েছে এবং সম্ভাব্য নামগুলো শিগগিরই ঠিক করা হতে পারে।

সেই সূত্র প্রকাশ জানিয়েছে, ‘একাধিক অভিনেতা সিরিজটির জন্য অডিশন দিচ্ছেন এবং যেভাবে কাজ শুরু হয়েছে তাতে বছরের শেষ নাগাদ এটি ফ্লোরে যেতে পারে।’

এবার সেই তথ্যের আপডেট জানালেন আরিয়ান নিজেই। মঙ্গলবার ইনস্টাগ্রামে একটি ছবি করেছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে, শাহরুখের প্রযোজনা প্রতিষ্ঠান রেড চিলিস নাম লেখা একটি ক্ল্যাপারবোর্ড। রয়েছে একটি স্ক্রিপ্টের খাতা, যার উপর লেখা আরিয়ানের জন্য।

ছবি পোস্ট করে আরিয়ান লিখেছেন, ‘লেখা শেষ…অ্যাকশন বলার অপেক্ষা সইছে না।’

আরিয়ানের সেই পোস্টের মন্তব্যে শাহরুখ খান লিখেছেন, ‘বাহ...ভাবছি...বিশ্বাস হচ্ছে...স্বপ্ন দেখছি, এখন সাহস করে এগিয়ে যাওয়া...শুভ কামনা। এটা সবসময়ই বিশেষ...।’

শাহরুখের এই মন্তব্যের পর শুরু হয় পিতা-পুত্রের মজার কথোপকথন। এ মন্ত্যবের উত্তরে আরিয়ান লেখেন, ‘ধন্যবাদ! সেটে তোমার সারপ্রাইজ ভিজিটের জন্য অপেক্ষা করছি, হাহা।’

এর উত্তরে শাহরুখ লেখেন, ‘তাহলে বিকেলের শিফট রাখাই ভালো!! অনেক সকালে নয়...।’ এর জবাবে আরিয়ান আবার লেখেন, ‘অবশ্যই, শুধুমাত্র রাতের শটে।’

সেই পোস্টে পিতা-পুত্রের কথোপকথন। ছবি: সংগৃহীত

গৌরি খানও ছেলেন পোস্টে মন্তব্যে করেছেন। লেখেন, ‘দেখার তর সইছে না।’

আরিয়ানের পোস্টে মন্তব্য করেছেন বোন সোহানা খানও। লিখেছেন, ‘অপেক্ষা করতে পারছি না।’

এর আগে প্রতিবেদনে বলা হয়েছিল, আরিয়ানের সঙ্গে এই কাজটিতে যুক্ত রয়েছেন লেখক বিলাল সিদ্দিকী। যিনি নেটফ্লিক্স শো বার্ড অফ ব্লাড-এর সহলেখক।

আরিয়ানের এই পোস্টে মন্তব্য করেছেন তিনিও। বিলাল লেখেন, ‘সিরিজ আভি বাকি হ্যায় মেরে দোস্ত।’

এদিকে নতুন করে ই-টাইমস বলছে, ২০২৩ সালে শুটিং ফ্লোরে যাচ্ছে আরিয়ানের এই প্রজেক্ট।

এ বিভাগের আরো খবর