বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সংসার-সন্তান, খুনসুটি ও রাজ-পরী

  •    
  • ৪ ডিসেম্বর, ২০২২ ১৬:২৭

নেটিজেনদের এমন খোঁচাখুঁচি দেখলে রাজ-পরী সেটা কীভাবে সামাল দেয়, জানতে চাইলে পরীমনি বলেন, ‘পোক তো করেই। কাছে করে, দূরে করে। পোক করে কেউ এড়িয়ে যেতে পারে না, আমার থেকে অন্তত।’

ঢাকাই সিনেমায় এখন আলোচনার শীর্ষে অভিনেতা শরিফুল রাজ। পরপর পরাণ, হাওয়া, দামাল সিনেমার সাফল্যে একরকম উড়ছেন তিনি। শোনা গেছে, ২০-৩০ লাখ টাকা পারিশ্রমিক চাইছেন এই অভিনেতা।

বিষয়টি এড়িয়ে যাননি রাজ। সাংবাদিকদের সঙ্গে আলোচনায় বলেছেন, ‘আমার একটা সিনেমা করতে টাইম লাগে। কাজলরেখা সিনেমা করতে সময় লেগেছে ৯ মাস। এই ৯ মাস তো আমার সার্ভাইভ করতে হবে। এটার জন্য যেটা দরকার সেটার তো আমি প্রাপ্য।’

অভিনেতা রাজের ক্যারিয়ার যখন বৃহস্পতিতে, তখন তুমুল আলোচিত অভিনেত্রী পরীমনি অনেকটা আড়ালেই পড়ে গেছেন। সময় কেটে যাচ্ছে সন্তান আর সংসার সামলাতেই।

এতে করে পরীমনি যে হতাশ বা তার আক্ষেপ তৈরি হচ্ছে এমন না। পরী বলেন, ‘জীবনের সুন্দর কয়েকটা পার্টের মধ্যে সবচেয়ে সুন্দর পার্টটা হয়তো এটা, এখন অবধি আমার জীবনে। আমার সবকিছু এখন ও (পরী-রাজের ছেলে রাজ্য) কেন্দ্রিক হয়ে গেছে। আমার বলতে এ মুহূর্তে আমার কিছু নাই। ও কখন খাবে, কখন ঘুমাবে, কখন উঠবে এগুলো নিয়েই থাকি সারা দিন।’

রাজের কাছে ২০২২ সালটা ‘বিউটিফুল ইয়ার’। তার ভাষ্যে, সিনেমা, বিয়ে, সন্তান সব মিলিয়ে ভালো বছর কেটেছে ২০২২।

অন্যদিকে পরীমনির আড়ালে চলে যাওয়ার সালটাও এই ২০২২। পরী ও রাজ দুজনই অভিনয়শিল্পী এবং দম্পতি। পরীর আড়ালে পড়ে যাওয়াটা ‘সফল’ রাজের কেমন লাগে?

‘এটা খারাপ লাগার বিষয় না। আমি ওকে সবচেয়ে বেশি অনুপ্রাণিত করি খুব দ্রুত কামব্যাক করার জন্য। মাদারহুড একটা অন্যরকম বিষয়। পরী মাদারহুডটা অনেক এনজয় করে। তারপরও ও দ্রুতই ফিরবে।’

রাজের বক্তব্য ধরে পরীমনি বলেন, ‘মাতৃত্ব সুন্দর, কিন্তু সহজ না। আমি পুরোটা এখন রাজ্যকেন্দ্রিক হয়ে গেছি। এটা আমি মেইনটেইন করতে চাই, ও মাকে ঠিকমতো পাক, আমি আমার বাচ্চাটাকে কাছাকাছি রাখতে চাই। রাজ এবং আমার যারা কাছের, তারা সবাই চায় যে আমি তাড়াতাড়ি ক্যামেরার সামনে যাই। কিন্তু, এর থেকে আমার মনে হচ্ছে যে, এই টাইমটা হার্ড টাইম আমার জন্য। মা হয়ে যাওয়ার পর জার্নিটা আরও বেশি কঠিন। মানসিক ও শারীরিক পরিবর্তন হয়, এটা রিকভার করে ফিরে আসা তুড়ির মতো সহজ নয়। আমার আসলে টাইম লাগবে। আমাকে সহযোগিতা করলে কামব্যাক করাটা সুন্দর হবে।’

স্বামী-স্ত্রীর মধ্যে ঘটে যাওয়া নানা বিষয় সামাজিক যোগাযোগমাধ্যমে চলে এলে এবং নেটিজেনরা সেটা নিয়ে খোঁচাখুঁচি করে থাকে। রাজ-পরীর বেলাতেও সে রকম কিছু ঘটনা আছে।

নেটিজেনদের এমন খোঁচাখুঁচি দেখলে রাজ-পরী সেটা কীভাবে সামাল দেয়, জানতে চাইলে পরীমনি বলেন, ‘পোক তো করেই। কাছে করে, দূরে করে। পোক করে কেউ এড়িয়ে যেতে পারে না, আমার থেকে অন্তত।’

সংসারের কিছু গল্প করেন রাজ। তিনি বলেন, ‘আমি কোনো স্টার পরীমনিকে বিয়ে করিনি, আমি এখন মানুষ পরীমনিকে বিয়ে করেছি। আমি যখন ঘরে ফিরি, তখন কিন্তু আমি কোনো আর্টিস্ট না। আমি আমার বেবিকে আর্টিস্টের মতো টেক কেয়ার করি না। পপুলারিটি, ফ্যান এগুলো কিন্তু ঘরের বাইরে। ঘরে আমরা কোনো অদ্ভুত আচরণ করি না যে আমি স্টার, আমি সুপারস্টার এ রকম না কিন্তু।’

কিছুদিন আগেই পরীমনি ও অভিনেত্রী মিম অল্প সময়ের জন্য হলেও স্ট্যাটাস-যুদ্ধে নেমেছিলেন। রাজ ও মিমের মধ্যে নতুন রসায়নের সন্দেহ করেছিলেন পরী।

বিষয়টি নিয়ে জানতে চাইলে কথা বলেননি রাজ-পরী। পরী শুধু হাসতে হাসতে ও আড় চোখে বলে গেলেন, ‘পোক করা জার্নালিস্ট’।

২ ডিসেম্বর রাজ-পরী দম্পতি তাদের সন্তান রাজ্যকে নিয়ে গিয়েছিলেন চট্টগ্রাম। সেখানে সন্ধ্যায় এক অনুষ্ঠানে অংশ নিয়ে রাতে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তারা।

এ বিভাগের আরো খবর