বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

৮ বছর পর অভিনয়ে বিন্দু, সঙ্গে শুভ

  • নিউজবাংলা ডেস্ক   
  • ৩ ডিসেম্বর, ২০২২ ১৭:৩৯

কাজটি নিয়ে বিন্দু নিজেও ভীষণ এক্সসাইটেড বিন্দু বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারব ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’

দীর্ঘদিন পর অভিনয়ে ফিরছেন আফসান আরা বিন্দু। তা-ও আবার সিনেমায়। ওটিটি প্ল্যাটফর্ম চরকির ওয়েব সিনেমায় কাজ করতে যাচ্ছেন তিনি।

প্রায় আট বছর পর এ কাজের মধ্য দিয়ে তাকে স্ক্রিনে দেখবে দর্শক। ২০১৪ সালে বিয়ের পর অভিনয় থেকে নিজেকে সরিয়ে নেন বিন্দু। পরিবারকে সময় দেয়ার ইচ্ছার কথা জানিয়ে অভিনয়জগৎ থেকে সরে যান তিনি।

বিন্দুর বিপরীতে দেখা যাবে আরিফিন শুভকে। ওয়েব সিনেমাটি পরিচালনা করবেন মিজানুর রহমান আরিয়ান।

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ওটিটি প্ল্যাটফর্ম চরকি। আগামী বছর ভালোবাসা দিবসে মুক্তি পাবে সিনেমাটি। কিছুদিনের মধ্যেই শুরু হবে সিনেমাটির চিত্রধারণ। তবে সিনেমাটির নাম জানানো হয়নি এখনও।

ওটিটিতে নিজের কাজ নিয়ে আরিফিন শুভ বলেন, ‘সবাই মিলে ভালো একটা কাজ শুরু করছি। কনটেন্টের গল্প নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তবে আমরা চেষ্টা করব আমাদের দিক থেকে শতভাগ ভালো একটা কাজ দর্শককে উপহার দেয়ার। বাকিটা সময়, দর্শক ও সৃষ্টিকর্তার ওপর নির্ভর করবে।’

কাজটি নিয়ে বিন্দু নিজেও ভীষণ সিরিয়াস ও এক্সসাইটেড। তিনি বলেন, ‘কাজটি ভালোভাবে শুরু করতে চাই। অনেকদিন পর কাজে ফিরছি, দর্শকের মাঝে কাজ দিয়ে পৌঁছাতে পারব ভেবে আবেগটাও অনেক বেশি কাজ করছে। এখন শুধু অপেক্ষা দর্শকের কাছে কাজটি পৌঁছানোর।’

পরিচালক মিজানুর রহমান আরিয়ান বলেন, ‘ফিলগুড লাভ স্টোরি জনরার হবে সিনেমাটি। ৯০ মিনিটের একটা ভালো লাগার জার্নি হবে। যাদের জীবনে এমন ভালো লাগার মুহূর্ত ঘটেছে তারা নিজের জীবনকে রিলেট করতে পারবে এই গল্পের বিভিন্ন মোমেন্টের মাধ্যমে। আবার যাদের জীবনে এমন ভালো লাগার মুহূর্ত ঘটেনি তারাও চাইবে এমন ভালো লাগার মুহূর্তগুলো তার জীবনেও ঘটুক।’

এ বিভাগের আরো খবর