দেশের আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স প্রথমবারের মতো ঢাকার বাইরে তাদের শাখা চালু করতে যাচ্ছে। চট্টগ্রাম শহরের চকবাজার এলাকায় (নবাব সিরাজ উদ্দিন রোড) বালি আর্কেড শপিং কমপ্লেক্সে নির্মিত হয়েছে প্রেক্ষাগৃহটির ষষ্ঠ শাখা।
এর উদ্বোধন আয়োজনে অংশ নিতে চট্টগ্রামে এসেছেন অভিনয়শিল্পী দম্পতি শরিফুল রাজ ও পরীমনি। শুক্রবার বিকেল সাড়ে ৫টার দিকে তারা অনুষ্ঠান স্থলে উপস্থিত হন।
সিনেপ্লেক্সে নতুন শাখা চালু হওয়ার অনুভূতি জানিয়ে পরী বলেন, ‘কিছু আনন্দ ভাষায় প্রকাশ করা যায় না। সিনেপ্লেক্সের নতুন হল চালু হওয়ায় আমার সেইরকম অনুভূতি হচ্ছে।’
সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমানের মালিকানাধীন প্রযোজনা প্রতিষ্ঠান শো মোশন পিকচার লিমিটেডের সিনেমা ন ডরাই এ কাজ করেছেন শরিফুল রাজ।
রাজ সাংবাদিকদের বলেন, ‘আমার তো খুবই ভালো লাগছে। আরও ভালো লাগবে যখন দেশের অনেক জায়গায় সিনেপ্লেক্সের শাখা হবে। মাহবুব রহমানকে ধন্যবাদ।’
৩ ডিসেম্বর থেকে দর্শকরা সিনেপ্লেক্সে সিনেমা দেখতে পারবেন। এখানে আছে তিনটি প্রেক্ষাগৃহ। আসন সংখ্যা যথাক্রমে ৮৬ (হল-১), ১৯৬ (হল-২) এবং ১২৫ (হল-৩)।
নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তির সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা থাকছে।