বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

নারী দর্শক-শ্রোতাদের জন্য কনসার্ট

  • নিউজবাংলা ডেস্ক   
  • ১ ডিসেম্বর, ২০২২ ২১:১৫

কনসার্টে পারফর্ম করবেন তাহসান খান, প্রীতম হাসান, সন্ধি, হাসিব, আনিকা ও ব্যান্ড নেমেসিস। পাশাপাশি আরও থাকছে ফ্যাশন শো। যেখানে ৩০ জনেরও বেশি মডেল পারফর্ম করবেন।

দেশের বিউটি অ্যান্ড পারসোনাল কেয়ার ই-কমার্স সাজগোজ আয়োজন করছে ফিমেল ফেস্ট। দুই দিনব্যাপী এ ফেস্ট শুরু হয়েছে বৃহস্পতিবার।

ইন্টরন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার হল ৪ এ আয়োজিত এ অনুষ্ঠানের প্রথম দিন ছিল দেশি-বিদেশি নমকরা ব্র্যান্ডের পণ্য প্রদর্শনী।

আকর্ষণীয় আয়োজনটি হতে যাচ্ছে শুক্রবার। এদিন সকাল থেকেই থাকছে নানা আয়োজন। আয়োজকরা সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, শুক্রবার সকাল ১০টা থেকেই গেট খোলা থাকবে আয়োজনের।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সন্ধ্যায় ফিমেল ওনলি কনসার্টের আয়োজন থাকছে, যেখানে ৫ হাজার নারী অতিথি (সাজগোজের কাস্টোমার) উপস্থিত থাকবেন।

কনসার্টে পারফর্ম করবেন তাহসান খান, প্রীতম হাসান, সন্ধি, হাসিব, আনিকা ও ব্যান্ড নেমেসিস। পাশাপাশি আরও থাকছে ফ্যাশন শো। যেখানে ৩০ জনেরও বেশি মডেল পারফর্ম করবেন।

নারীদের জন্য আয়োজনে তাহসান, প্রীতম বা নেমেসিস কেন, জানতে চাইলে সাজগোজের হেড অফ বিজনেস ডেভেলপমেন্ট ফারহানা প্রীতি বলেন, ‘মূলত সাজগোজের গ্রাহকদের পছন্দের কথা মাথায় রেখেই এ আয়োজন সাজানো হয়েছে। মেয়েরা নিজেদের মতো করে আনন্দে উল্লাসে পছন্দের শিল্পীর গান যেন শুনতে পারেন এটাই আমাদের উদ্দেশ্য।’

সাজগোজ তাদের ভেরিফায়েড ফেসবুক পেজে জানিয়েছে, কনসার্টের এন্ট্রি পাস ই-মেইল করা হয়েছে। সবাইকে এন্ট্রি পাস এর প্রিন্টেড কপি সঙ্গে আনার জন্য অনুরোধ করা হচ্ছে। এন্ট্রি পাস ছাড়া আমাদের পক্ষে কাউকে মেইন ভেন্যুতে প্রবেশ করানো সম্ভব হবে না।

সাজগোজের সহপ্রতিষ্ঠাতা এবং সিসিও সিনথিয়া শারমিন ইসলাম বলেন, ‘আমরা চাই আমাদের সম্মানিত ফিমেল কাস্টমাররা যেন স্বাচ্ছন্দ্যে নিজেদের মতো করে দারুণ এই ফেস্টটি উপভোগ করতে পারে। অনেক নারীর জীবনে এটা হয়তো প্রথম কনসার্ট, আমরা এই দারুণ ঘটনাটির সাক্ষী হয়ে থাকতে চাই।’

এ বিভাগের আরো খবর