কলকাতার জনপ্রিয় অভিনেতা জীৎকে নিয়ে সিনেমা পরিচালনা করতে যাচ্ছেন দেশের নামকরা নবীন নির্মাতা সঞ্জয় সমাদ্দার। সিনেমাটির নাম মানুষ। সিনেমাটির গল্পও তার।
বুধবার সন্ধ্যায় নিউজবাংলাকে বিষয়টি নিশ্চিত করেছেন পরিচালক নিজেই।
সঞ্জয় নিউজবাংলাকে বলেন, ‘মানুষ মূলত মানুষেরই গল্প। অন্যভাবে বলা যায় এটা ফেট অ্যান্ড ফাইটের গল্প।’
সিনেমায় জীৎ ছাড়াও অভিনয় করবেন জিতু কমল। সিনেমার শুটিং কবে হবে সেটা এখনও চূড়ান্ত না বলে জানান সঞ্জয়। সিনেমায় কোন অভিনেত্রী অভিনয় করবেন তা এখনই জানাতে চাননি তিনি।
সঞ্জয় জানান, এটি সম্পূর্ণ কলকাতার প্রোডাকশনের সিনেমা। জীৎ, গোপাল মান্দানি এবং অমিত জুমরানির প্রযোজনায় এটি নির্মিত হবে। তাই বাংলাদেশের কোনো অভিনয়শিল্পীকে এ সিনেমায় দেখা যাবে না।
বুধবার সন্ধ্যায় জিৎ তার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে সিনেমাটির টাইটেল পোস্টার শেয়ার করেছেন। যার ক্যাপশনে লেখা, ‘যখন পশু হয়ে যায়’।