বলিউডের জনপ্রিয় অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ঝুড়িতে রয়েছে অনেক দর্শকনন্দিত সিনেমা। এর মধ্যে ২০১৭ সালে মুক্তি পাওয়া আন্ডারওয়ার্ল্ড ডন দাউদ ইব্রাহিমের বোন হাসিনা পার্কারের জীবনী ভিত্তিক সিনেমা হাসিনা পার্কার দিয়ে একটু ব্যতিক্রমভাবেই দর্শকদের নজর কাড়েন তিনি।
এবার বাস্তব জীবনের ওপর ভিত্তি করে আরেকটি সাহসী গল্প বেছে নিয়েছেন শ্রদ্ধা। আলোচিত কাশ্মীরি মেয়ে রুখসানা কাউসার কেসির চরিত্রে অভিনয় করবেন এই অভিনেত্রী।
শ্রদ্ধার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে পিঙ্কভিলার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সূত্রটি জানিয়েছে, ‘এই সিনেমার নির্মাতারা রুখসানার চরিত্রের জন্য অনস্ক্রিনে ২০ বছর বয়সী দেখায় এমন একজনকে চেয়েছিলেন। শ্রদ্ধা নিঃসন্দেহে এই চরিত্রের প্রতি সুবিচার করবেন। তাই তাকে নেয়া হয়েছে। বেশির ভাগ সিনেমায় শ্রদ্ধাকে যেভাবে দেখা গেছে এই সিনেমার তার চরিত্রটি সম্পূর্ণ বিপরীত।’
তবে শ্রদ্ধা ও তার টিমের সঙ্গে যোগাযোগ করলে তারা এ নিয়ে কোনো মন্তব্য করেননি বলে জানানো হয়েছে প্রতিবেদনে।
২০০৯ সালের ২৭ সেপ্টেম্বরের ঘটনা। ওই রাতে জম্মু ও কাশ্মীরের রাজৌরি জেলায় রুখসানার বাড়িতে ঢুকে পড়ে জঙ্গি সংগঠন লস্কর-ই-তৈয়বার (এলইটি) সদস্যরা। রুখসানা তার ভাইয়ের সঙ্গে মিলে এলইটির সদস্য আবু ওসামাকে পরাস্ত করে একে-৪৭ ছিনিয়ে নেয় এবং তাকে গুলি করে হত্যা করে। আহত হয় সংগঠনটির আরেক সদস্য।
ওই ঘটনার পর সাহসী তকমা নিয়ে রাতারাতি পেয়ে সেলিব্রেটি বনে যান রুখসানা। এবার তারই চরিত্রে অভিনয় করবেন শ্রদ্ধা।
এদিকে ভবিষ্যতে অভিনেত্রীকে বহুল প্রতীক্ষিত স্ট্রি টু এবং রণবীর কাপুরের সঙ্গে পরিচালক লভ রঞ্জনের আসন্ন সিনেমার (এখনও নাম ঠিক হয়নি) দেখা যাবে।