কোভিডের পর ঢাকাতে হতে যাচ্ছে বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ড অ্যাসোসিয়েশন (বামবা) এর কনসার্ট। ব্যান্ড ভক্তদের তুমুল আগ্রহের এ কনসার্টটি অনুষ্ঠিত হতে যাচ্ছে ডিসেম্বরের ২ তারিখে।
রাজধানীর আর্মি স্টেডিয়ামে হবে এ আয়োজন। মঞ্চে উঠবে ১৬টি ব্যান্ড। বামবার দাবি, এটিই হতে যাচ্ছে বছরের সবচেয়ে বড় কনসার্ট।
কনসার্টে অংশ নেবে নগরবাউল জেমস, মাইলস্, ওয়ারফেইজ, শিরোনামহীন, অর্থহীন, আর্টসেল, সোলস্, ফিডব্যাক, রেনেসাঁ, মাকসুদ ও ঢাকা, অবসকিউর, দলছুট, ভাইকিং, পেন্টাগন, ক্রিপটিক ফেইট, পাওয়ারসার্জ।
বামবার ভাইস প্রেসিডেন্ট ওয়ারফেজের এস এম আলম টিপু নিউজবাংলাকে জানান, তারাও প্রস্তুত ভালো একটি আয়োজন করতে।
টিপু বলেন, ‘কোভিডের পর ঢাকায় বামবার কনসার্ট হচ্ছে। দর্শক-শ্রোতাদের বলব, ২ডিসেম্বর আপনারা সবাই আসুন। আপনাদের সঙ্গে আবার দেখা হবে। পছন্দের ব্যান্ডের পেজে চোখ রাখলেই কনসার্ট সম্পর্কে আরও জানতে পারবেন।’
কনসার্টটি দুই দিন করার পরিকল্পনা ছিল বলে জানান টিপু। কিন্তু অনুমতি না পাওয়ায় একদিনেই পুরো আয়োজনটি করতে হচ্ছে।
কনসার্ট শুরু কবে বেলা দুইটায়। অনুষ্ঠানের গেট খুলবে বেলা ১২টায়। কনসার্টে প্রবেশমূল্য ধরা হয়েছে ৫০০ টাকা। টিকিটের জন্য আগ্রহীরা ভিজিট করুন getsetrock.com ওয়েব সাইটে।