রাজধানীর আধুনিক প্রেক্ষাগৃহ স্টার সিনেপ্লেক্স দেখাবে ফিফা বিশ্বকাপের খেলা। রাজধানীর মহাখালীর এসকেএস টাওয়ার এবং মিরপুরের সনি স্কয়ারে খেলা দেখতে পারবেন দর্শকরা।
বিশ্বকাপ শুরুর প্রথম দিন থেকে ২৪ নভেম্বর পর্যন্ত ৫টি ম্যাচ দেখানোর সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ। ৪টা, ৭টা এমনকি ১০টার খেলাও দেখা যাবে সিনেপ্লেক্সের বড় পর্দায়। অনুভব করা যাবে স্টেডিয়ামের মতো সাউন্ড।
সিনেপ্লেক্সের জ্যেষ্ঠ বিপণন কর্মকর্তা মেজবাহ উদ্দিন আহমেদ নিউজবাংলাকে বলেন, ‘আমাদের সাপ্তাহিক সিডিউল হয় জন্য ৫ দিনের তথ্য দেয়া হয়েছে। খেলা দেখান চলতে থাকবে।’
খেলা দেখানো হলে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হওয়া অন্য সিনেমার প্রদর্শনীতের কোনো অসুবিধা হবে কিনা জানতে চাইলে মেজবাহ বলেন, ‘কোনো সমস্যা হবে না। সব দিক বিবেচনা করেই আমরা সিডিউল করেছি।’
মেজবাহ জানান, আগ্রহীরা খেলা শুরুর আগে এসে টিকিট কেটে খেলা দেখতে পারবেন। দর্শক দুই জন হলেও খেলা দেখান হবে, হাউজফুল হলেও খেলা দেখান চলবে।
সিনেপ্লেক্সে খেলা দেখার টিকেট পাওয়া যাবে কাউন্টারেই। টিকিটের মূল্য নির্ধারণ করা হয়েছে এসকেএস টাওয়ারের জন্য ৪০০ এবং সনি স্কয়ারের জন্য ৩৫০ টাকা।
কর্তৃপক্ষ জানিয়েছে, কোনো গ্রাহক টিকিট কিনলে একটি পপকর্ন ও একটি ড্রিংকও পাবেন। এর জন্য আলাদা মূল্য পরিশোধ করতে হবে না। কেউ সিনেপ্লেক্সে কোনো খেলার প্রাইভেট শো দেখার সুযোগ চাইলে সে সুবিধাও দেবে কর্তৃপক্ষ।