ঊনলৌকিক সিরিজের পরিচালক রবিউল আলম রবি এবার ফিরছেন সিনেমা নিয়ে। চরকি অরিজিনাল ফিল্মটির নাম ক্যাফে ডিজায়ার। শিগগিরই মুক্তি পেতে যাচ্ছে ওয়েব সিনেমাটি।
শনিবার চরকির সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, মনস্তাত্ত্বিক সম্পর্কের গল্প নিয়ে নির্মিত হয়েছে ক্যাফে ডিজায়ার।
এতে অভিনয় করেছেন আজাদ আবুল কালাম, ইন্তেখাব দিনার, সোহেল মণ্ডল, তমা মির্জা, খাইরুল বাশার, শ্যামল মাওলা, সানজিদা প্রীতি, সারিকা সাবরিন, আইশা খান, ফারহানা হামিদ, প্রিয়ন্তী উর্বী, প্রিয়াম অর্চি, বায়েজিদ হক জোয়ারদারসহ অনেকে।
পরিচালক রবিউল আলম রবি বলেন, ‘ঊনলৌকিক-পরবর্তী কাজে গল্প বলার ধরন ও বিষয়ে পরিবর্তন আনতে চাচ্ছিলাম আমরা। স্ট্রিমিং প্ল্যাটফর্মে বহুল প্রচলিত সাসপেন্স-থ্রিলার, মার্ডার মিষ্ট্রি ইত্যাদির বাইরে আর কী করা যায়, ভাবছিলাম।
‘দৈনন্দিন প্রাত্যহিকতা, অস্তিত্বসংকট, নর-নারীর সম্পর্ক, মানুষের মনস্তত্ত্ব, বাস্তববাদী শৈলী ইত্যাদি বিষয় নিয়ে আমরা আলোচনা করি। সেই প্রেক্ষাপটে শিবব্রত বর্মণ কিছু চরিত্রের খসড়া তৈরি করেন। তাতে লক্ষ্য করি যে সবগুলো চরিত্র ও তাদের কেন্দ্র করে তৈরি করা প্লটগুলো মূলত প্রেম, কামনা ও বাসনার অভিন্ন সুতায় গাঁথা।’
দর্শকদের উদ্দেশে পরিচালক বলেন, ‘যারা চলচ্চিত্র নির্মাণ করেন, আর যারা সেটা দেখেন, দুপক্ষ ভিন্ন জগতের বাসিন্দা। চলচ্চিত্রটা তাদের মধ্যে এক যোগাযোগের মাধ্যম। ফলে প্রতিবার কিছু বানাবার পর আমি উদ্বেগে থাকি– দর্শকরা এটা কীভাবে নেবেন, কতটা যোগাযোগ তৈরি করা সম্ভব হবে। এবার দ্বিগুণ উদ্বেগে আছি। কেননা, এ সিনেমায আমরা গল্প বলা নিয়ে কিছু নিরীক্ষা করেছি।’
শিবব্রত বর্মণের গল্পে চিত্রনাট্য লিখেছেন পরিচালক ও গল্পটির লেখক। সুমন সরকার সিনোমাটোগ্রাফি, রাশিদ শরীফ শোয়েবের মিউজিক ও সালেহ সোবহান অনীমের সম্পাদনা কনটেন্টটিকে অন্যরকম এক মাত্রা যোগ করবে বলে মনে করছেন পরিচালক।