বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

চলচ্চিত্রকে সময়োপযোগী করতে ‘ক্রিয়েটিভ সামিট’-এর উদ্যোগ

  •    
  • ১৮ নভেম্বর, ২০২২ ১৪:০৮

সামিটের প্রয়োজনীয়তা নিয়ে অমিতাভ রেজা নিউজবাংলাকে বলেন, ‘আমরা এটা করতে চাই কারণ, সিনেমা ও কনটেন্ট পরিবেশনে যে আধুনিকতা প্রয়োজন, সরকারকে সেই নীতি প্রণয়ন করতে সহযোগিতা করতে চাই আমরা। সামিটে বিভিন্ন গবেষণা, তথ্য তুলে ধরা হবে।’

সিনেমা ও ওটিটি কনটেন্টকে সময়োপযোগী ও মুক্তভাবে পরিবেশনের জন্য প্রয়োজন আধুনিক নীতি। বিভিন্ন গবেষণার মাধ্যমে সরকারকে সেই নীতি প্রণয়নের সাহায্য করতেই হতে যাচ্ছে ক্রিয়েটিভ সামিট।

এর আয়োজক ফিল্ম অ্যালায়েন্স অফ বাংলাদেশ (এএফবি)। সামিট কবে হবে তা এখনও চূড়ান্ত হয়নি, তবে নির্মাতা অমিতাভ রেজা নিউজবাংলাকে জানান, শিগগিরই এটা হতে যাচ্ছে।

সামিটের প্রয়োজনীয়তা নিয়ে অমিতাভ রেজা বলেন, ‘আমরা এটা করতে চাই কারণ, সিনেমা ও কনটেন্ট পরিবেশনে যে আধুনিকতা প্রয়োজন, সরকারকে সেই নীতি প্রণয়ন করতে সহযোগিতা করতে চাই আমরা। সামিটে বিভিন্ন গবেষণা, তথ্য তুলে ধরা হবে।’

ক্রিয়েটিভ সামিট নিয়ে নিউজবাংলার সঙ্গে আরও কথা বলেছেন অভিনেতা তারিক আনাম খান। তিনি জানান, হাওয়া সিনেমায় থাকা পাখির দৃশ্য নিয়ে সৃষ্ট সমস্যা এবং শনিবার বিকেল সিনেমার সেন্সর জটিলতা তাদের এমন একটি ক্রিয়েটিভ সামিট করতে ভাবিয়েছে।

তারিক আনাম খান বলেন, ‘বর্তমান সময়কে মাথায় রেখে মুক্তভাবে সিনেমা নির্মাণের জন্য নীতি নির্ধারকদের উৎসাহী করতে এবং পলিসি মেকিংয়ে সাহায্য করতে সামিটটি করা হবে।’

তিনি আরও বলেন, ‘এএফএ তে নির্মাতা, রাইটার, টেকনিক্যাল পার্সন, অ্যাক্টর্সরা আছেন। সামিটে আন্তর্জাতিকভাবে পরিচিতদের আমন্ত্রণ জানানোর কথা আছে।’

ক্রিয়েটিভ সামিট নিয়ে বৈঠকে অমিতাভ রেজা, তারিক আনাম খান, নাসির উদ্দিন ইউসুফ বাচ্চুসহ নির্মাতা, শিল্পী ও কলাকুশলীরা। ছবি: সংগৃহীত

তারিক জানান, তাদের ওপর বটবৃক্ষ হয়ে আছেন মুক্তিযোদ্ধা, সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ। এএফবি তে আরও আছেন পিপলু আর খান, মোস্তফা সরয়ার ফারুকীসহ অনেকে।

এএফবি সংশ্লিষ্ট সংবাদমাধ্যম কর্মী নূর সাফা জুলহাস নিউজবাংলাকে জানান, এএফবি প্ল্যাটফর্মটি এখনও সাংগঠনিক রূপ পায়নি। এটা প্রক্রিয়াধীন।

তিনি বলেন, 'সিনেমা ও সংস্কৃতির সব মানুষকে নিয়ে অ্যালায়েন্স তৈরির কাজ চলছে। বাংলা কনটেন্টের বাজারকে ক্রিয়েটিভ ইকোনমিক ইন্ডাস্ট্রিতে রুপান্তর এবং আইনগত বাধাকে উতরে যাবার জন্যই আমরা ক্রিয়েটিভ সামিট করতে চাই।'

এ বিভাগের আরো খবর