ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়া (আইএফএফআই) চলচ্চিত্র উৎসবে প্রতিযোগিতা বিভাগে পুরস্কারের জন্য মনোনীত হয়েছে জয়া আহসান অভিনীত দেশের সিনেমা নকশিকাঁথার জমিন।
বিষয়টি বৃহস্পতিবার এক ফেসবুক স্ট্যাটাসে নিজেই নিশ্চিত করেছেন জয়া আহসান।
তিনি লেখেন, ‘আমি অত্যন্ত সম্মানিত ও আনন্দিত যে বিশ্বের অন্যতম ফিল্ম ফেস্টিভ্যালগুলোর একটি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার (আইএফএফআই) ৫৩তম আসরে বাংলাদেশ সরকারের অনুদানপ্রাপ্ত আকরাম খান পরিচালিত চলচ্চিত্র নকশিকাঁথার জমিন (A tale of two sisters) আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড পুরস্কারের জন্য মনোনীত হয়েছে৷ ২৫ নভেম্বরে ভারতের এই বৃহত্তম চলচ্চিত্র আসরের মূল স্থান গোয়াতে আনুষ্ঠানিকভাবে হবে নকশিকাঁথার জমিন-এর ওয়ার্ল্ড প্রিমিয়ার৷
বিষয়টি নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে জয়া লেখেন, ‘১৯৯৪ সাল থেকে শুরু হওয়া এই অ্যাওয়ার্ডের জন্য প্রথমবার বাংলাদেশের পক্ষে আমাদের চলচ্চিত্রটি প্রতিযোগিতার জন্য মনোনয়ন পেয়েছে৷ আমার আনন্দিত হবার বিশেষ কারণ আমার অভিনীত নকশিকাঁথার জমিন প্রিয় সাহিত্যিক হাসান আজিজুল হকের উপন্যাস অবলম্বনে নির্মিত। এর কেন্দ্রীয় চরিত্রে আছে নারী এবং চলচ্চিত্রটি আমাদের মহান মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে তৈরি৷’
সেই সঙ্গে সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, নকশিকাঁথার জমিন-এর সঙ্গে জড়িত আমাদের ইউনিট এবং অন্য সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও কৃতজ্ঞতা৷ ধন্যবাদ চলচ্চিত্রটির সহযোগী প্রযোজক ফারজানা মুন্নী ও প্রযোজনা সংস্থা টি এম ফিল্মসকে তাদের আন্তরিক সহযোগিতার জন্য৷
নকশিকাঁথার জমিন ২০১৮-১৯ অর্থবছরে সরকারি অনুদানপ্রাপ্ত। এর আগে গত মঙ্গলবার বিকেলে সিনেমাটির পরিচালক আকরাম খান নিউজবাংলাকে জানিয়েছিলেন, নকশিকাঁথার জমিন আইসিএফটি-ইউনেসকো গান্ধী মেডেল অ্যাওয়ার্ড বিভাগে প্রতিযোগিতা করবে।
আইএফএফআইয়ের ৫৩তম এই আসরটি ভারতের গোয়ায় ২০ থেকে ২৮ নভেম্বর পর্যন্ত চলবে এই উৎসব। ২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটরিয়াম ১-এ সকাল ৯টায় প্রদর্শিত হবে সিনেমাটি।
এদিকে নকশিকাঁথার জমিন ছাড়াও আইএফএফআইয়ের নন-কমপিটিশন বিভাগের সিনেমা অফ দ্য ওয়ার্ল্ডে প্রদর্শিত হবে দেশের আরও তিনটি সিনেমা। এর মধ্যে রয়েছে খন্দকার সুমন পরিচালিত সাঁতাও, নূর ইমরান মিঠু পরিচালিত পাতালঘর এবং গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত পাপ-পুণ্য সিনেমা।
উৎসবের ওয়েবসাইটে দেয়া তথ্য অনুযায়ী ২৪ নভেম্বর সকাল ৯টায় সাঁতাও এবং ২টা ৩০ মিনিটে প্রদর্শিত হবে পাতালঘর সিনেমা। দুটি সিনেমাই দেখানো হবে আইনক্স পানজিম অডিটরিয়াম ৩-এ।
আর পাপ-পুণ্য সিনেমাটি দেখানো হবে ২৫ নভেম্বর আইনক্স পানজিম অডিটরিয়াম ৩-এ সকাল ৯টায়।