পাকিস্তান ছেড়ে ২০১৬ সালে ভারতের নাগরিকত্ব নিয়েছিলেন তুমুল জনপ্রিয় সংগীতশিল্পী আদনান সামি।
কিন্তু কেন পাকিস্তানের নাগরিকত্ব ত্যাগ করেছিলেন এই সংগীতশিল্পী। এবার সেই গুমর ফাঁস করবেন তিনি।
এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক নোট পোস্ট করেছেন আদনান সামি।
তিনি লেখেন, ‘অনেকে আমাকে জিজ্ঞেস করে, পাকিস্তানের প্রতি আমার এত ঘৃণা কেন? কঠিন সত্য হলো পাকিস্তানের জনগণ যারা আমার প্রতি ভালো ব্যবহার করেছে, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই। আমি প্রত্যেককে ভালোবাসি যারা আমাকে ভালোবাসে।
‘আমার প্রধান সমস্যা রাষ্ট্রকাঠামোর সঙ্গে। যারা আমাকে সত্যিকারভাবে চেনেন তারাও জানেন সেই রাষ্ট্রকাঠামো বহু বছর ধরে আমার সঙ্গে কী করেছে, যা শেষ পর্যন্ত আমার পাকিস্তান ছাড়ার একটি বড় কারণ হয়ে দাঁড়ায়।’
তিনি আরও লেখেন, ‘তারা আমার সঙ্গে কেমন আচরণ করেছিল তা অনেকেই জানেন না, শিগগিরই একদিন সেই সত্য আমি প্রকাশ করব। যা সাধারণ মানুষকে হতবাক করবে। আমি অনেক বছর ধরে এ নিয়ে নীরব রয়েছি, কিন্তু সব বলার জন্য সঠিক মুহূর্তটি বেছে নেব।’
View this post on InstagramA post shared by ADNAN SAMI (@adnansamiworld)
আদনান সামি ২০২০ সালে ভারতের চতুর্থ সর্বোচ্চ বেসামরিক সম্মান পদ্মশ্রীতে ভূষিত হন।