গত আগস্টে মুক্তি পেয়েছিল বলিউডের ‘পারফেকশনিস্ট’ আমির খানের সিনেমা লাল সিং চাড্ডা। হলিউডের সাড়া জাগানো ফরেস্ট গাম্প-এর রিমেক এই সিনেমাটি সমালোচকদের প্রশংসা পেলেও বক্স অফিস কালেকশনে একদমই ব্যর্থ হয়।
আর এই ব্যর্থতার পর অভিনয় থেকে দীর্ঘদিনের বিরতির ঘোষণা দিলেন আমির খান।
এ নিয়ে বার্তা সংস্থা এএনআইয়ের এক প্রতিবেদনে বলা হয়েছে, সোমবার দিল্লিতে একটি ইভেন্টে উপস্থিত হয়েছিলেন আমির। সেখানে নিজের ক্যারিয়ার নিয়ে বলতে গিয়ে তিনি জানান, দেড় বছরের জন্য অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।
সেই অনুষ্ঠানের বেশ কিছু ভিডিও ও ছবি ভাইরাল হয়েছে। একটি ক্লিপে আমির প্রকাশ করেছেন, তার চ্যাম্পিয়নস নামে একটি সিনেমা করার কথা ছিল, কিন্তু এখন তিনি সিনেমায় অভিনয় করবেন না, তবে নির্মাণের সঙ্গে যুক্ত থাকবেন।
আমির বলেন, ‘আমি যখন একজন অভিনেতা হিসেবে একটি সিনেমা করি, তখন আমি এতটাই হারিয়ে যাই যে আমার জীবনে আর কিছুই ঘটে না। লাল সিং চাড্ডার পর চ্যাম্পিয়নস নামে আমার একটি সিনেমা করার কথা ছিল। এটি একটি দুর্দান্ত স্ক্রিপ্ট, সুন্দর গল্প, খুব হৃদয়গ্রাহী এবং মনোরম সিনেমা, কিন্তু আমি অনুভব করি যে আমি বিরতি নিতে চাই, আমার পরিবারের সঙ্গে, আমার মায়ের সঙ্গে, আমার সন্তানদের সঙ্গে থাকতে চাই।’
সেই সঙ্গে আমির জোর দিয়ে জানান, তিনি ৩৫ বছরের ক্যারিয়ারে সম্ভবত এটিই প্রথম অভিনয় থেকে বিরতি নিচ্ছেন।
তিনি বলেন, ‘আমি অনুভব করি যে আমি ৩৫ বছর ধরে কাজ করছি এবং আমি এককভাবে আমার কাজের প্রতি মনোনিবেশ করেছি। আমি মনে করি যে এটি আমার কাছের লোকদের সঙ্গে ন্যায়সংগত হচ্ছে না।
‘এই সময়ে আমি অনুভব করি যে আমাকে তাদের সঙ্গে থাকার জন্য কিছুটা সময় নিতে হবে এবং বাস্তবে জীবনকে অন্যভাবে অনুভব করতে হবে। আমি আগামী এক দেড় বছর অভিনেতা হিসেবে কোনো কাজ করব না।’
এদিকে কাজল অভিনীত নতুন সিনেমা সালাম ভেঙ্কিতে ক্যামিও চরিত্রে দেখা দিয়ে ভক্তদের অবাক করেছেন আমির। সোমবার প্রকাশ পেয়েছে এই সিনেমাটির ট্রেইলার।