কান চলচ্চিত্র উৎসবের আঁ সতেঁ রিগা বিভাগে প্রতিযোগিতা করা পাকিস্তানি সিনেমা জয়ল্যান্ড জিতে নেয় কুয়ের পাম পুরস্কার। যা পাকিস্তানের চলচ্চিত্র হিসেবে প্রথম।
ইতিহাস তৈরি করা সেই সিনেমা নিজ দেশে নিষিদ্ধ ঘোষণা করেছে পাকিস্তানের সরকার। সাইম সাদিক পরিচালিত সিনেমাটিতে ‘অত্যন্ত আপত্তিকর’ বিষয় আছে দাবি করে এ সিদ্ধান্ত দেয়া হয়েছে।
আমেরিকা ভিত্তিক বিনোদন বিষয়ক ওয়েবসাইট ভ্যারাইটি বিষয়টি নিশ্চিত করেছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ১১ নভেম্বর পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে যে, দেশটির সেন্সর বোর্ড ১৭ আগস্ট সিনেমাটিকে সেন্সর ছাড়পত্র দেয়৷ এরপর আবার সিদ্ধান্তটি থেকে সরে আসে তারা।
মন্ত্রণালয়ের সেই লিখিত বক্তব্যে বলা হয়েছে, “সিনেমাটিতে অত্যন্ত আপত্তিকর উপাদান আছে। যা আমাদের সমাজের সামাজিক মূল্যবোধ এবং নৈতিক মানগুলোর সঙ্গে সঙ্গতিপূর্ণ নয় এবং মোশন পিকচার অধ্যাদেশ ১৯৭৯ এর ধারা ৯-এ বর্ণিত ‘শালীনতা এবং নৈতিকতার’ নিয়মের সঙ্গে স্পষ্টভাবে সাংঘর্ষিক।”
মন্ত্রণালয়ের বক্তব্যে আরও আছে, ‘এখন, তাই, উক্ত অধ্যাদেশের ধারা ৯(২) (এ) দ্বারা প্রদত্ত ক্ষমতা বলে তদন্ত পরিচালনা করার পরে, ফেডারেল সরকার জয়ল্যান্ড শিরোনামের ফিচার ফিল্মটিকে পুরো দেশের জন্য একটি সেন্সর ছাড়পত্র না পাওয়া চলচ্চিত্র হিসাবে ঘোষণা করা হলো।’
জয়ল্যান্ড সিনেমাটি ১৮ নভেম্বর পাকিস্তানে মুক্তি পাওয়ার কথা ছিল। ভ্যারাইটি জানিয়েছে, তারা সিনেমার পরিচালক সাদিক এবং এর প্রযোজকদের কাছে বিষয়টি নিয়ে জানতে চাইলে, তারা কোনো মন্তব্য করেননি।
একজন ট্রান্সজেন্ডারের সাহসী জীবন তুলে ধরা হয়েছে সিনেমায়, যে কিনা একজন নৃত্যশিল্পী।