দুদিন ধরেই ঢাকাই সিনেমার তিন তারকা ও এক পরিচালককে নিয়ে সরগরম সোশ্যাল মিডিয়া।
হঠাৎ করেই ১০ নভেম্বর ফেসবুকে এক স্ট্যাটাসে নিজের স্বামী চিত্রনায়ক শরিফুল রাজ ও চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিমের মধ্যে বিয়েবহির্ভূত সম্পর্কের ইঙ্গিত দেন আলোচিত নায়িকা পরীমনি। আর তাদের সম্পর্কের মধ্যস্থতাকারী হিসেবে ইঙ্গিত দিয়ে পরিচালক রায়হান রাফিকে ‘দালাল’ হিসেবে অ্যাখা দেন তিনি।
পরীমনির এমন স্ট্যাটাসের পরপরই শুরু হয় তার সংসার ভাঙনের গুঞ্জন। এরই মাঝে আবার মিম-পরীর পাল্টাপাল্টি স্ট্যাটাস সেই গুঞ্জনকে আরও উসকে দেয়।
তবে এমন অভিযোগের মধ্যেও ছেলের কারণে একসঙ্গে ধরা দিলেন রাজ-পরী। শুক্রবার মধ্যরাতে তাদের একমাত্র সন্তান শাহীম মুহাম্মদ রাজ্যের জন্মের তিন মাস উদযাপন করলেন তারা।
সেই উদযাপনের একটি মাত্র ছবি ফেসবুকে পোস্ট করেছেন পরীমনি। যেখানে সন্তানকে আদর করতে দেখা যাচ্ছে তাকে।
ছবিটি রাজের তোলা জানিয়ে ক্যাপশনে তিনি লেখেন, ‘আমাদের ছেলের তিন মাস হয়ে গেলো আলহামদুলিল্লাহ।’
ছেলের জন্মদিনের উদযাপনে রাজের সঙ্গে পরীমনি নিজে কোনো ছবি পোস্ট না করলেও অভিনেত্রী ফারিণ খানের পোস্ট করা ছবি ও ভিডিওতে একসঙ্গে ধরা দিয়েছেন তারা।
তিন সেকেন্ডের সেই ভিডিওর ব্যাকগ্রাউন্ড একজনের কণ্ঠে বলতে শোনা যাচ্ছে, ‘হ্যাপি হ্যাপি ছবি।’
ছেলের জন্মের তিন মাস উদযাপন অনুষ্ঠানে রাজ-পরী। ছবি: সংগৃহীত
এ দিকে বুধবার মধ্যরাতে মিম ও রাজকে জড়িয়ে দীর্ঘ এক স্ট্যাটাসের একাংশে পরীমনি লেখেন, ‘...কিন্তু বিশ্বাস করো ভাই মিম, রাজের সঙ্গে তোর এই অতি মাখামাখিটা আমার সংসার, আমার বাচ্চা, আমার লাইফ সব কিছুতে ঝামেলা করে দিচ্ছে।’