চিত্রনায়িকা বুবলীর সঙ্গে বিয়ে ও সন্তানের পরিচয় করিয়ে দেয়া নিয়ে নানা ঝড় সামলিয়ে পুরোদমে শুটিং ফিরেছেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান।
সন্তানের খবর প্রকাশের পর প্রথম বুবলীর সঙ্গেই লিডার-আমিই বাংলাদেশ সিনেমার শুটিং করেন শাকিব। এবার নবাগত চিত্রনায়িকা জাহারা মিতুর সঙ্গে সেটে ফিরেছেন শাকিব।
দীর্ঘদিন আটকে থাকা বদিউল আলম খোকন পরিচালিত আগুন সিনেমার শুটিং করছেন তিনি।
আগুন সিনেমার শুটিংয়ে শাকিব খান-জাহারা মিতু। ছবি: সংগৃহীত
সেই শুটিংয়ের একটি ছবি বুধবার বিকেলে ফেসবুকে পোস্ট করেন মিতু। এছাড়াও চলচ্চিত্র সংক্রান্ত ফেসবুকের বিভিন্ন গ্রুপগুলোতেও প্রকাশ পেয়েছে শুটিং আরও কিছু স্থিরচিত্র।
আগুন সিনেমার সেটে শাকিব খান। ছবি: সংগৃহীত
দীর্ঘদিন ধরে শুটিংয়ে আটকে আছে আগুন সিনেমাটি। সেই অপেক্ষা প্রকাশ পেয়েছে মিতুর স্ট্যাটাসে। সিনেমায় মিতুর চরিত্রের নাম সুইটি।
সেই নাম উল্লেখ করে মিতু তার ফেসবুক পেজে লিখেছেন, ‘মেয়েটির নাম সুইটি; যাকে আমি ধারণ করছি গত দুইটি বছর।’
মিতু তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, ‘আগুন কি পারবে, সুইটির সব সমস্যার সমাধান করতে?’
এ নিয়ে বুধবার সন্ধ্যায় মিতু নিউজবাংলাকে বলেন, ‘৫ নভেম্বর থেকে আগুন সিনেমার শুটিং শুরু হয়েছে। শুটিং করলাম, আরও শুটিং করতে হবে।’
আগুন সিনেমার শুটিংয়ে শাকিব খান-জাহারা মিতু। ছবি: সংগৃহীত
২০১৯ সালের আগস্টে শুরু হয়েছিল আগুন-এর শুটিং। সেই বছরই শেষ হয়েছিল সিনেমাটির দ্বিতীয় লটের শুটিং। এরপর নানা জটিলতায় আটকে যায় সিনেমাটির কাজ।