বাংলাদেশ-ভারত যৌথ প্রযোজনায় নির্মিত হবে স্পর্শ নামের সিনেমা। যেখানে অভিনয় করবেন বাংলাদেশের নিরব। এবার জানা গেল সে সিনেমায় অভিনয় করবেন কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা।
ভারতীয় সংবাদমাধ্যম অন্য সময় বুধবার এ নিয়ে সংবাদ প্রকাশ করেছে। সেখানে জানানো হয়েছে, স্পর্শ সিনেমায় অভিনয় করতে যাচ্ছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, নিরব, জেসিয়া ইসলাম, জাকির হোসেন এবং খরাজ মুখোপাধ্যায়।
সিনেমার বিষয়বস্তু হিসেবে জানানো হয়েছে, অসম বয়সের ত্রিভুজ প্রেম আর সম্পর্ক নিয়ে গড়ে উঠেছে গল্পটি।
এই সময়কে দেয়া সাক্ষাৎকারে ঋতুপর্ণা বলেছেন, ‘সম্পর্ককে সব সময় একভাবে বা নামে ব্যাখ্যা করা যায় না। সে কথাই বলবে এ সিনেমা। এর বেশি গল্প এখনই বলতে চাই না। অনেকদিন পর ভারত-বাংলাদেশের যৌথ প্রয়াসে একটা সিনেমা করছি। আশা করছি সবার ভালো লাগবে।’
সিনেমাটি পরিচালনা করছেন বাংলাদেশের অনন্য মামুন এবং ভারতের অভিনন্দন দত্ত। সংবাদমাধ্যমে জানানো হয়েছে, গল্পের ভাবনা এবং রচনা অনন্য মামুনের। সিনেমাটি আগামী বছরে দুই দেশে মুক্তি পাবে। সিনেমাটির শুটিং শুরু হবে চলতি মাসের মাঝামাঝি সময়ে।
বিষয়টি নিয়ে নির্মাতা অনন্য মামুন এবং অভিনেতা নিরবকে ফোন করে পাওয়া যায়নি। নিউজবাংলার সঙ্গে কথা হয়েছে মিস ইউনিভার্স খ্যাত জেসিয়া ইসলামের সঙ্গে।
ভারতীয় সংবাদমাধ্যমে উল্লেখিত জেসিয়া ইসলাম তিনি কি না জানতে চাইলে তিনি মন্তব্য করতে চাননি। প্রসঙ্গটি তিনি একেবারে উড়িয়েও দেননি।
জেসিয়া নিউজবাংলাকে বলেন, ‘আমি তো সেই সংবাদটি দেখিনি তাই কোনো মন্তব্য করতে পারছি না।’