নগরে শীত নামা মানে অনেক কিছুই। এই অনেকের মধ্যে একটি হলো- কনসার্ট। সেই ধারাবাহিকতায় রাজধানীতে ওপেন এয়ার কনসার্ট হতে যাচ্ছে ১২ নভেম্বর।
‘নভেম্বর রেইন ভলিউম ২’ শিরোনামের এ কনসার্ট হবে ইন্টারন্যশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরার এক্সপো জোনে।
ব্র্যান্ডমিথ এর উদ্যোগে কনসার্টে অংশ নেবে ব্যান্ডদল অর্থহীন, আর্টসেল, ব্ল্যাক, ক্রিপটিক ফেইট, মেঘদল, চিরকুট, ইন্দালো, অ্যাসেজ, ভাইকিং ও পাওয়ারসার্জ।
ডেইলি স্টার ভবন অডিটোরিয়ামে মঙ্গলবার বিকেলে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
আয়োজকের পক্ষ থেকে জানানো হয়, মঞ্চে আর্টসেল, ব্ল্যাক ও ক্রিপটিক ফেইট ব্যান্ড মিলে ‘আশীর্বাদ’ নামের একটি গান পরিবেশন করবেন।
এছাড়া প্রত্যেকটি ব্যান্ডদল যে ব্যান্ডদলের দ্বারা প্রভাবিত, সেই ব্যান্ডের একটি গান গাইবেন মঞ্চে। ভাইকিংস ব্যান্ডের একটি চমক থাকবে আয়োজনে।
১২ নভেম্বর দুপুর ১ টা থেকে শুরু হবে কনসার্ট। আগ্রহীরা গেট সেট রক ওয়েব সাইট থেকে টিকিট সংগ্রহ করতে পারবেন।