মুক্তিযোদ্ধা, অভিনেতা, প্রযোজক-পরিচালক মাসুদ পারভেজ সোহেল রানাকে দেশে ভুল চিকিৎসা দেয়া হয়েছে বলে অভিযোগ করেছেন তার ছেলে মাশরুর পারভেজ।
চোখের ছানির চিকিৎসার জন্য সোহেল রানাকে নিয়ে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে রয়েছেন ছেলে মাশরুর পারভেজ ও তার মা।
সেখান থেকেই মাশরুর তার ফেসবুক অ্যাকাউন্টে সোমবার রাতে একটি ভিডিও বার্তায় বাংলাদেশে তার বাবাকে ভুল চিকিৎসা দেয়া হয়েছে বলে অভিযোগ করেন।
ভিডিওতে তিনি বলেন, ‘বাবার চোখে ছানির সমস্যার চিকিৎসা করানো হয়েছিল দেশের এভারকেয়ার হাসপাতালে। চিকিৎসক ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল (অবসরপ্রাপ্ত) সায়েদুর রহমান। বিষয়টা তারা ধামাচাপা দিতে চেয়েছিল। আমার কাছে সব রিপোর্ট রয়েছে। সেটা দেখলেই বোঝা যায় যে তারা ভুল করেছে।’
বিষয়টি নিয়ে আইনি ব্যবস্থা নেবেন বলে জানিয়েছেন মাশরুর। তিনি বলেন, ‘আমি এভারকেয়ার গ্রুপের বিরুদ্ধে লড়ব। তাদের বিরুদ্ধে লড়া মানে দেশের অনেক পাওয়ারফুল মানুষের বিরুদ্ধে লড়া।
‘আমি জানি না কে আমাদের অভিযোগ নিতে চাইবেন, কিন্তু আমি সেরা আইনজীবীর কাছে যাব। এটা জেতার বিষয় না, আমি চাই মানুষ বিষয়টা জানুক। আমি টাকা ফেরতও চাই না। আমি আমার সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করব যেন তারা শাস্তি পায়।’
ভিডিওর প্রথম দিকে তিনি বলেন, ‘আজ (সোমবার) দুপুরের দিকে বাবা অজ্ঞান হয়ে গিয়েছিলেন।’ ভিডিওর একপর্যায়ে তিনি এ-ও জানান যে, তারা বাবা সুস্থ হয়ে উঠছেন, তবে এ জার্নি দুঃস্বপ্নের মতো।
৩০ অক্টোবর মাশরুর, তারা বাবা সোহেল রানা ও তার মা সিঙ্গাপুরে যান। যাওয়ার আগে মাশরুর নিউজবাংলাকে জানিয়েছিলেন, তার বাবার বাঁ চোখে ছানির সমস্যার চিকিৎসা করানো হয়েছিল দেশে। কিন্তু চিকিৎসার পর চোখটির অবস্থা আরও খারাপ হয়।
চলতি বছরের জানুয়ারিতে অসুস্থ হয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন সোহেল রানা। করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি।