বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

সড়ক দুর্ঘটনায় নিহত সাংবাদিক-গীতিকার বিশাল

  •    
  • ৭ নভেম্বর, ২০২২ ১৪:৩৪

যে কাভার্ড ভ্যানের চাপায় বিশাল নিহত হয়েছেন, সেটি ফ্রেশ কোম্পানির কাভার্ড ভ্যান। সেটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার পলাতক বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন সাংবাদিক-গীতিকার ওমর ফারুক বিশাল। কাভার্ড ভ্যানের চাপায় তার মৃত্যু হয় বলে নিউজবাংলাকে নিশ্চিত করেছেন ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক।

তিনি জানান, সোমবার সকাল পৌনে ১০টার দিকে রায়পুরা উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কের মরজাল এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয়দের বরাত দিয়ে মোজাম্মেল হক আরও জানান, নিহত সাংবাদিক ও গীতিকার ওমর ফারুক বিশালের বয়স ৩২। তিনি বেলাব উপজেলার ইউনিয়নের ধুকুন্দি গ্রামের মৃত নূরুল ইসলামের ছেলে।

নিহত বিশাল জি-নিউজের যুগ্ম বার্তা সম্পাদকের দায়িত্বে ছিলেন। এর আগে তিনি দৈনিক যায়যায়দিন ও দৈনিক সমকালে কাজ করেছেন।

এ ঘটনায় নিহত বিশালের বন্ধু ইমাম হোসেন সজল গুরুতর আহত হয়েছেন। তাকে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।

ওসি মোজাম্মেল হক বলেন, ‘খবর পেয়ে ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।’

যে কাভার্ড ভ্যানের চাপায় বিশাল নিহত হয়েছেন, সেটি ফ্রেশ কোম্পানির কাভার্ড ভ্যান। সেটি আটক করা হয়েছে, তবে ড্রাইভার পলাতক বলে জানিয়েছেন মোজাম্মেল হক।

দুর্ঘটনার শিকার মোটরসাইকেলটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় চালক ও কাভার্ড ভ্যানের বিরুদ্ধে মামলা করা হবে।

এ বিভাগের আরো খবর