রোববার সকালে আলিয়াকে নিয়ে মুম্বাইয়ের গিরগাঁওয়ের এইচএন রিলায়েন্স হাসপাতালে পৌঁছান রণবীর। সেখানে কন্যাসন্তানের জন্ম দেন আলিয়া।
কন্যাসন্তানের মা হয়েছেন বলিউড অভিনেত্রী আলিয়া ভাট।
সূত্রের বরাত দিয়ে ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে পরিবারের পক্ষ থেকে এখনও কিছু জানানো হয়নি।
এর আগে রোববার সকালে আলিয়াকে নিয়ে মুম্বাইয়ের এইচএন রিল্যায়েন্স হাসপাতালে পৌঁছান রণবীর।
প্রায় পাঁচ বছর সম্পর্কের পর চলতি বছরের এপ্রিলে গাঁটছড়া বাঁধেন রণবীর-আলিয়া। এরপর ভক্তদের চমক দিয়ে বিয়ের দুই মাসের মাথায় মা হতে যাওয়ার খবর জানান আলিয়া।