এশিয়ার বৃহত্তম বস্তি হিসেবে পরিচিত মুম্বাইয়ের ধারাভি। সেটিকে কেন্দ্র করেই নির্মিত হয়েছে ক্রাইম থ্রিলার ওয়েব সিরিজ ধারাভি ব্যাংক।
স্ট্রিমিং প্ল্যাটফর্ম এমএক্স প্লেয়ার শুক্রবার প্রকাশ করেছে সিরিজটির টিজার। এতে প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি ও বিবেক ওবেরয়।
৫০ সেকেন্ডের টিজার জুড়েই টানটান উত্তেজনা ও অ্যাকশনে ভরপুর। ধারাভি বস্তির দৃশ্যে দিয়ে শুরু হওয়া টিজারটিতে ভয়েস ওভাবে ছোট্ট করে জানান দেয়া হলো ক্রাইম দুনিয়ার এর অবস্থান সম্পর্কে।
বস্তির অলিগলি আর নানা ক্রাইম দৃশ্যের সঙ্গে সেই ভয়েস ওভাবে বলা হয়, ‘মানুষ মনে করে ধারাভির সঙ্গে আন্ডারওয়ার্ল্ডের সম্পর্ক রয়েছে, কিন্তু না, ওটা নিজেই একটা ইন্ডাস্ট্রি।’
টিজারেই পরিস্কার করা হয় ধারাভির আন্ডারওয়ার্ল্ডের বস থালাইভান, যে চরিত্রে অভিনয় করেছেন সুনীল শেঠি।
অন্যদিকে সেই আন্ডারওয়ার্ল্ড খতমের জন্য মরিয়া পুলিশ কর্মকর্তা জেসিপি জয়ন্ত গাভাস্কার। যে চরিত্রে অভিনয় করেছেন বিবেক ওয়েরায়।
আর ভয়েস ওভারে জেসিপি জয়ন্ত গাভাস্কারই বর্ণনা করছিলেন ধারাভি বস্তি নিয়ে। নানা ভিজ্যুয়ালের মধ্য দিয়ে টিজারটি শেষ হয় তারই এক ডায়লগ দিয়ে। তিনি বলেন, ‘আমি এই দিনটির জন্য অনেক বছর অপেক্ষা করেছি।’
জি স্টুডিওর প্রযোজনায় ধারাভি ব্যাংক পরিচালনা করেছেন সুমিত কাক্কাদ। সুনীল শেঠি-বিবেক ওবেরয় ছাড়াও সিরিজটিতে গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন, ‘সোনালি কুলকার্নি, লুক কেনি, ফ্রেডি দারুওয়ালা, শান্তি প্রিয়া, সন্তোষ জুভেকারসহ অনেকে।