বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

ভালোবাসার সমুদ্রে বেঁচে থাকাটা সুন্দর: শাহরুখ

  •    
  • ২ নভেম্বর, ২০২২ ১৯:৫৮

প্রতিবারের মতো এবারও মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন শাহরুখ। আবার হাতজোড় করে তাদের এই উচ্ছ্বাস ও ভালোবাসার প্রতি সম্মান জানান তিনি।

বলিউড বাদশাহ শাহরুখ খানের জন্মদিন মানে ভক্ত-অনুরাগীদের মাঝে আলাদা উচ্ছ্বাস-উন্মাদনা। মাঝরাতেই তার বাসভবন মান্নাতের সামনে হাজির হন হাজার হাজার ভক্ত-অনুরাগী। মান্নাতের সামনে যেন পরিণত হয় এক জনসমুদ্র।

এবার জন্মদিনেও এর ব্যতিক্রম হয়নি। বুধবার অভিনেতার জন্মদিনের মাঝরাতেই সেখানে জড়ো হয়েছিলেন হাজার হাজার ভক্ত-অনুরাগী। শাহরুখও তাদের নিরাশ করেননি। রাত ১২টার পরপরই সাক্ষাৎ দেন।

প্রতিবারের মতো এবারও মান্নাতের বারান্দায় দাঁড়িয়ে ভক্তদের দিকে উড়ন্ত চুম্বন ছুড়ে দেন, কখনও হাতজোড় করে তাদের এই উচ্ছ্বাস ও ভালোবাসার প্রতি সম্মান জানান। আর তার বাহু প্রসারিত আইকনিক পোজ দেখাতেও নিরাশ করেননি ভক্তদের।

View this post on Instagram

A post shared by Instant Bollywood (@instantbollywood)

শাহরুখের জন্মদিন মানেই ভক্তদের কাছে উৎসব। সারা দিন ধরেই হাজার হাজার ভক্ত-অনুরাগীরা ভিড় জমান মান্নাতের সামনে। এদিন সন্ধ্যা গড়াতেই সেই অনুভূতিই ব্যক্ত করলেন ৫৭ বছরে পা দেয়া চিরসবুজ এই অভিনেতা।

সামাজিক যোগাযোগমাধ্যমের হ্যান্ডেলগুলোতে একটি ছবি পোস্ট করেছেন কিং খান। যে ছবিতে দেখা যাচ্ছে মান্নাতের বারান্দা থেকে হাজার হাজার ভক্ত-অভুরাগীর সঙ্গে সেলফি তুলছেন তিনি।

সেই ছবি ক্যাপশনে শাহরুখ লেখেন, ‘সমুদ্রের সামনে বেঁচে থাকাটা সুন্দর... ভালোবাসার সাগর, যা আমার জন্মদিনে আমার চারপাশে ছড়িয়ে পড়ে... ধন্যবাদ। আমাকে খুব বিশেষ করে মনে করার জন্য কৃতজ্ঞ এবং খুশি।’

View this post on Instagram

A post shared by Shah Rukh Khan (@iamsrk)

তবে ভক্ত-অনুরাগীরা জড়ো হলেও গত বছর ছেলে আরিয়ানের মাদক মামলায় ঝামেলায় মান্নাতের বারান্দা থেকে হাত নাড়তে দেখা যায়নি বলিউড বাদশাহকে।

এদিকে জন্মদিনে প্রকাশ পেয়েছে শাহরুখের আসন্ন সিনেমা পাঠান-এর টিজার। এটি দেখে ভক্ত-অনুরাগীরা তো বটেই, বলিউড তারকাও সোশ্যাল মিডিয়ায় প্রশংসায় ভাসাচ্ছেন।

এ বিভাগের আরো খবর