আলোআঁধারির মাঝ থেকে ভয়েস ওভারে ভেসে এলো, আপনি পাঠান সম্পর্কে কী জানেন? অপর প্রান্ত থেকে উত্তর এলো ৩ বছর হলো তার কোনো খবর নেই এবং শেষ মিশনে তিনি ধরা পরেন, শোনা যায় তাকে খুব নির্যাতন করা হয়েছিল। জানা নেই পাঠান মারা গেছে নাকি…
অপর প্রান্তের কথা শেষ না হতেই উত্তর এলো ‘পাঠান জিন্দা হে’। এরই ডায়লগের মধ্যে দিয়ে রক্তাক্ত মুখে ভয়াবহ অ্যাকশন অবতারে ঝড় হাওয়ার মতো দেখা দিলেন পাঠান।
বলছিলাম বলিউড বাদশাহ শাহরুখ খানের আসন্ন সিনেমা পাঠান-এর টিজারের কথা।
নিজের ৫৭ তম জন্মদিনে বুধবার ভক্ত-অনুরাগীদের উপহার দিলেন পাঠান-এর টিজার।
নিজের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলোতে এদিন হিন্দি, তেলেগু ও তামিল ভাষায় পাঠান-এর টিজার প্রকাশ করেছেন কিং খান।
‘পাঠান’-এর দৃশ্যে বলিউড বাদশা শাহরুখ খান। ছবি: সংগৃহীত
১ মিনিট ২৫ সেকেন্ডের টিজারে অ্যাকশনে ভরপুর। খণ্ড খণ্ড অংশে অ্যাকশন অবতারে দেখা মিলল দীপিকা পাডুকোন ও জন আব্রাহামের।
টিজারটি শেষ হয় শাহরুখের ডায়লগ দিয়ে, ‘আপনার সিটবেল্ট বেঁধে নেন, ঝড় আসছে।’
দীর্ঘ বিরতির পর পর্দায় ফিরতে যাচ্ছেন কিং খান। একসঙ্গে তিন তিনটি সিনেমার কাজ করছেন তিনি, এর মধ্যে অন্যতম পাঠান।
পাঠান-এর টিজার দেখে উচ্ছ্বসিত কিং খানের ভক্ত-অনুরাগীরা। শাহরুখের সেই পোস্টে তারা কেউ লিখেছেন, ‘শুভ জন্মদিন পাঠান’। কেউ লিখেছেন, ‘এমন উপহারের জন্য ধন্যবাদ, শুভ জন্মদিন ভালোবাসা।’
টিজার প্রকাশের ঘন্টা খানিকের ব্যবধানে এমন অর্ধলাখের বেশি মন্তব্য করেছেন ভক্ত-অনুরাগীরা। আগামী বছর ২৫ জানুয়ারী মুক্তি পাবে পাঠান।