বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

জন্মদিনে বিশেষ উপহার পাচ্ছেন কিং খান

  •    
  • ১ নভেম্বর, ২০২২ ২১:৩৫

২ নভেম্বর ৫৭-তে পা দিচ্ছেন কিং খান। আর তার জন্মদিন উপলক্ষে যশ রাজ ফিল্মস সোমবার ও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্ট দিয়ে এই ঘোষণা দেয়।

‘যা সিমরান যা… তু জিলে আপনি জিন্দেগি’, বাবার এই কথায় সিমরান ছুটল চলন্ত ট্রেনের পেছনে। রাজ হাত বাড়িয়ে ট্রেনে তুলে নিল সিমরানকে। শেষমেশ জয়ী হয় রাজ-সিমরানের প্রেম; যে দৃশ্য লাখো দর্শকের চোখে এনেছিল আনন্দ অশ্রু।

বলছিলাম শাহরুখ খান ও কাজলের অভিনীত বলিউডের সাড়া জাগানো বন্ধুত্ব ও নিবিড় নির্ভেজাল প্রেমের গল্প দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে সিনেমার শেষ দৃশ্যের কথা। ২৭ বছর আগে মুক্তি পাওয়া সিনেমাটির যে দৃশ্য আজও লাখো তরুণ-তরুণীর হৃদয়ে দোলা দেয়।

সেই কালজয়ী সিনেমাটি শাহরুখ খানের জন্মদিনে নতুন করে বড় পর্দায় মুক্তি দিচ্ছে প্রযোজনা সংস্থা যশ রাজ ফিল্মস।

২ নভেম্বর ৫৭-তে পা দিচ্ছেন কিং খান। আর তার জন্মদিন উপলক্ষে সোম ও মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় দুটি পোস্টার পোস্ট করে এ ঘোষণা দিয়েছে প্রযোজনা সংস্থাটি।

একটি পোস্টের ক্যাপশনে সিনেমাটির বিখ্যাত সংলাপ টেনে লেখা হয়েছে, ‘পলট... ডিডিএলজে ফিরছে বড়পর্দায়। ভারতজুড়ে বিভিন্ন প্রেক্ষাগৃহে রাজ ও সিমরানের কল্পযাত্রার সঙ্গী হোন ২ নভেম্বর।’

View this post on Instagram

A post shared by Yash Raj Films (@yrf)

আরেক পোস্টের ক্যাপশনে লেখা হয়েছে, ‘আমাদের প্রিয় প্রেমের গল্প রূপালি পর্দায় ফিরে আসছে ২ নভেম্বর। শুধুমাত্র ভারতীয় প্রেক্ষাগৃহে দেখুন দিলওয়ালে দুলহানিয়া লে জায়েঙ্গে।

প্রতিবছর জন্মদিনে শাহরুখকে এক নজর দেখতে আর শুভেচ্ছা জানাতে মান্নাতের সামনে হাজির হন তার হাজারো ভক্ত-অনুরাগী। কিং খানও বিমুখ করেন না তাদের। নিয়মিত প্রায় দুই দশক ধরে মান্নাতের বারান্দা থেকে হাত নেড়ে ভালোবাসা জানান তিনিও।

তবে করোনা লকডাউন ও গত বছর ছেলে আরিয়ানের মাদক মামলায় ঝামেলায় মান্নাতের বারান্দা থেকে হাত নাড়তে দেখা যায়নি বলিউড বাদশাকে।

এ বিভাগের আরো খবর