বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

বাংলাদেশের ‘হাওয়া’য় উত্তাল কলকাতা, মুক্তির দাবি

  •    
  • ৩১ অক্টোবর, ২০২২ ১৪:৩০

দর্শক চাহিদা থাকার কারণে হাওয়া সিনেমার শো বাড়িয়েছেন আয়োজকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, ‘হওয়া সিনেমাটি কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানোর চেষ্টা করা হবে।’

মেজবাউর রহমান সুমন পরিচালিত, চঞ্চল চৌধুরী অভিনীত হাওয়া সিনেমাটি কলকাতার নন্দন প্রেক্ষাগৃহে দেখার সুযোগ না পেয়ে হতাশ হয়েছেন বহু দর্শক। হতাশ দর্শকরা সিনেমাটি ভারতে মুক্তির দাবি তুলেছেন।

শনিবার নিউ গড়িয়া থেকে হাওয়া সিনেমা দেখতে এসেছিলেন অমল বারিক। সামাজিক যোগাযোগ মাধ্যমে, কাগজে রিভিউ পড়ে ৬টার শো দেখার জন্য নন্দনের লাইনে দাঁড়িয়েও হলে ঢুকতে পারেননি।

অমল বারিক নিউজবাংলাকে বলেন, ‘হাওয়া ভারতে রিলিজ করা জরুরি। কেননা আমরা যারা ভালো সিনেমা দেখতে ভালোবাসী, তাদের জন্য এই সুযোগ করে দেয়া হোক।’

কলকাতার গল্ফগ্রিন থেকে হাওয়া দেখতে নন্দনে এসেছিলেন জয় চ্যাটার্জী। দেখার সুযোগ না পেয়ে তিনি বলেন, ‘হাওয়ার ট্রেইলার দেখেছিলাম। তখনই ঠিক করেছিলাম, হলে বসে এই সিনেমা দেখব। কিন্তু লাইনে দাঁড়িয়েও হলে ঢোকার সুযোগ পেলাম না। বাণিজ্যিকভাবে এই সিনেমা কলকাতায় রিলিজ করলে আমাদের মতো দর্শকরা দেখার সুযোগ পায়।’

কলকাতা শহরের মানুষের মুখে মুখে ঘুরছে হাওয়া সিনেমার কথা। শনিবার রবীন্দ্রসদন প্রেক্ষাগৃহে চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের সঞ্চালক প্রখ্যাত সংবাদ পাঠক, বাচিক শিল্পী সতীনাথ মুখোপাধ্যায় বলেন, ‘কলকাতা এখন বাংলাদেশের হাওয়ায় ভাসছে। হাওয়া দেখতে উপচে পড়েছে নন্দন।’

প্রখ্যাত পরিচালক গৌতম ঘোষ উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘বাইরের ভিড় দেখে বোঝাই যায়, দর্শক এখনও বাংলা সিনেমা, ভালো সিনেমা দেখতে ভালোবাসেন। দুই বাংলার শিল্প সিনেমা শিল্পকে সংগঠিত করে বাংলা সিনেমার বাণিজ্য ক্ষেত্রকে আরও প্রসারিত করা দরকার।’

বিষয়টিতে সাহায্য সহযোগিতার ক্ষেত্রে সহমত পোষণ করেছেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচার মন্ত্রী হাছান মাহমুদ এমপি এবং পশ্চিমবঙ্গ সরকারের তথ্যপ্রযুক্তি ও পর্যটন দপ্তরের মন্ত্রী, সংগীত শিল্পী বাবুল সুপ্রিয়।

দর্শক চাহিদা থাকার কারণে হাওয়া সিনেমার শো বাড়িয়েছেন আয়োজকরা। প্রসেনজিৎ চট্টোপাধ্যায় বলেছেন, ‘হওয়া সিনেমাটি কলকাতা চলচ্চিত্র উৎসবে দেখানোর চেষ্টা করা হবে।’

সোমবার ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে, ‘সাদা, সাদা, কালা কালা…। শনিবার কলকাতার নন্দন প্রাঙ্গণে কান পাতলে যেন শোনা যাচ্ছিল এই সুরই। থিক থিক করছে মাথা। পাঁচ হাজার মানুষ তো হবেই। শেষ হয় তো শ্রীভূমির দুর্গাপূঁজার প্যান্ডেলে এমন ভিড় দেখা গিয়েছিল। প্রতিমা দর্শনের উত্তেজনার পর মনে হয় এই চঞ্চল দর্শনের ভিড়। প্রদর্শিত হচ্ছে চঞ্চল চৌধুরীর ছবি হাওয়া।’

কলকাতার নন্দনে ২৯ অক্টোবর শুরু হয় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসব। ৫ দিনের এই উৎসব চলবে ২ নভেম্বর পর্যন্ত।

এ বিভাগের আরো খবর