দেশের হাওর অঞ্চলের শ্রমজীবী মানুষের জীবন সংগ্রামের গল্প নিয়ে নির্মিত চলচ্চিত্র কুড়া পক্ষীর শূন্যে উড়ার প্রিমিয়ার হয়ে গেল শনিবার। প্রিমিয়ারে অতিথিদের প্রশংসা পেলেও মুক্তি নিয়ে বেশ সংশয়ে নির্মাতা।
আগামী ৪ নভেম্বর মুক্তির দিন ঠিক থাকলেও এখনও কোনো প্রেক্ষাগৃহগুলো কনফার্ম হয়নি বলে জানালেন সিনেমাটির পরিচালক মুহাম্মদ কাইউম।
নিউজবাংলার সঙ্গে রোববার সন্ধ্যায় আলাপাকালে পরিচালক মুহাম্মদ কাইউম বলেন, ‘যারা দেখাবে, থিয়েটার বা হলমালিকদের যে ধরনের মানুষিকতা; তারা একটু অন্য ধরনের কাজ হলে মনে করে সেইটা ব্যবসা সফল হবে না, এটা তারা দেখাতে ইন্টারেস্টেড না। আমরা চেষ্টা করছি দেখা যাক কী করা যায়। অচিরেই হয়তো হবে, অল্প কিছু প্রেক্ষাগৃহে হলেও হবে।’
‘কুড়া পক্ষীর শূন্যে উড়া’ সিনেমার দৃশ্যে জয়িতা মহলানবীশ, উজ্জ্বল কবির হিমু ও শিশুশিল্পী সামিয়া আকতার বৃষ্টি। ছবি: সংগৃহীত
সিনেমাটির পুরোটা চিত্রায়ন হয়েছে দেশের বৃহত্তর হাওর অঞ্চল সুনামগঞ্জে। এতে প্রধান দুই চরিত্রের অভিনয় করেছেন জয়িতা মহলানবীশ ও উজ্জ্বল কবির হিমু।
এছাড়াও গুরুত্বপূর্ণ সব চরিত্রে অভিনয় করেছেন আবুল কালাম আজাদ, সুমী ইসলাম, সামিয়া আকতার বৃষ্টি, বাদল শহীদ, মাহমুদ আলমসহ অনেকে।