মায়োসাইটিস নামক এক বিরল রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন দক্ষিণী সিনেমার তুমুল জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু।
হাসপাতালের বেডে আধশোয়া অবস্থার একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে শনিবার এ তথ্য নিজেই জানিয়েছেন অভিনেত্রী।
ছবিটির সঙ্গে দীর্ঘ এক ক্যাপশনে সামান্থা লেখেন, ‘যশোধার ট্রেইলারে আপনাদের প্রতিক্রিয়া ছিল অভিভূত করার মতো। এই ভালোবাসা এবং সংযোগটাই আমার শক্তি, যা আমার জীবনের আপাতদৃষ্টিতে অন্তহীন চ্যালেঞ্জগুলো মোকাবেলায় শক্তি যোগায়।’
এরপর পরই রোগটির কথা উল্লেখ করে অভিনেত্রী লেখেন, ‘কয়েক মাস আগে আমার মায়োসাইটিস নামক একটি অটোইমিউন অবস্থা ধরা পড়ে। আশা করেছিলাম সুস্থ হওয়ার পর এটি সবাইকে জানাব। কিন্তু এটা আমার আশার চেয়ে একটু বেশি সময় নিচ্ছে।
‘আমি ধীরে ধীরে আমি বুঝতে পারছি যে, আমাদের সবসময় নিজেকে শক্তিশালী হিসেবে তুলে ধরার দরকার নেই। এই দুর্বলতাটা গ্রহণ করাও একটা বিষয়, যার সঙ্গে আমি এখন লড়াই করছি। খুব শিগগিরই আমি সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারব বলে আশাবাদী চিকিৎসকরা।’
আত্মবিশ্বাসী এই অভিনেত্রী আরও লেখেন, ‘শারীরিক ও মানসিকভাবে আমার ভালো দিন ও খারাপ দিন ছিল। এমনকি যখন মনে হচ্ছিল আমি আর একটি দিন সামলাতে পারব না, কোনোভাবে সেই মুহূর্তটিও পেরিয়ে এসেছি। আমি অনুমান করি এর অর্থ হতে পারে যে আমি সুস্থ হওয়ার দিকে আরও একদিন এগিয়ে গেলাম।
সবশেষে সবাইকে ভালোবাসা জানিয়ে অভিনেত্রী লেখেন, ‘এটাও কেটে যাবে।’
View this post on InstagramA post shared by Samantha (@samantharuthprabhuoffl)
মায়োসাইটিস রোগের প্রধান উপসর্গ হলো- দুর্বলতা, পেশির ব্যথা। সময়ের সঙ্গে ধীরে ধীরে খারাপ হয়। হাঁটা বা দাঁড়ানোর পর খুব ক্লান্ত লাগে। সাধারণত ইমিউন সিস্টেমের সমস্যার কারণে এই রোগ হয়।
এদিকে ২৭ অক্টোবর প্রকাশ পেয়েছে সামান্থার আসন্ন সিনেমা যশোধার ট্রেইলার। এর হিন্দি ভার্সনের ট্রেইলারটি ইউউটিবে ইতোমধ্যে ৩৭ লাখ ভিউ ছাড়িয়েছে। ১১ নভেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাবে সিনেমাটি।