কলকাতায় যাচ্ছেন দেশের জনপ্রিয় অভিনয়শিল্পী চঞ্চল চৌধুরী, জয়া আহসান, মোশাররফ করিম। আরও আছেন সংগীতশিল্পী বশীরুজ্জামান সাব্বির।
কলকাতায় চতুর্থ বাংলাদেশ চলচ্চিত্র উৎসবে অংশ নিতেই মূলত তাদের কলকাতা যাত্রা। সেখানে চঞ্চল, জয়া ও মোশাররফ অভিনীত সিনেমা দেখানো হবে। আছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।
উৎসব ছাড়াও বেশ কিছু আলোচনায় অংশ নেবেন তারা। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের এক নোটিশে জানানো হয়েছে, কলকাতা ও দিল্লি প্রেস ক্লাব আয়োজিত ‘থটস অফ ডেভলপমেন্ট অফ বাংলাদেশ’ শীর্ষক আলোচনায় অংশ নেবেন তারা।
তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের নোটিশ। ছবি: সংগৃহীত
এছাড়া ভারতের পররাষ্ট্র মন্ত্রীর সঙ্গেও সাক্ষাৎ করার কর্মসূচি রয়েছে তাদের। এসব আলোচনায় নেতৃত্ব দেবেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সরকারি কর্মকর্তারাও থাকবেন এসব আলোচনায়।
শুক্রবার থেকে শুরু করে এ সফর হবে ১ নভেম্বর পর্যন্ত। কলকাতার রবীন্দ্র সদনে অনুষ্ঠিত হতে যাচ্ছে উৎসবটি। এর উদ্বোধনী অনুষ্ঠান ২৯ অক্টোবর, চলবে ২ নভেম্বর পর্যন্ত।
উৎসবে আরও অনেক সরকারি কর্মকর্তা ছাড়াও অংশ নেবেন সংবাদমাধ্যম কর্মী ও শিল্পীরা।