আধুনিক বাংলা গানের অন্যতম সংগীতশিল্পী কবীর সুমন এবং দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী আসিফ আকবর গাইলেন একসঙ্গে। দ্বৈত গানে কণ্ঠ দিয়েছেন তারা।
গানের কথা এমন-
‘আসিফ এখন একান্নোয়
কবীর চলছে তিয়াত্তর
চলতে চলতে রাত ফুরোয়
রাত পেরোলেই আসবে ভোর…’
গানটির কথা ও সুর কবীর সুমনের, এর সংগীতায়োজন করেছেন উজ্জ্বল সিনহা। গানটির ভিডিও করেছে ই মিউজিক, স্টুডিও বাংলা ঢোল এবং লেবেল আর্ব এন্টারটেইনমেন্ট।
গানটি নিয়ে আসিফ তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘কোনো উপাধির ধার ধারেন না শ্রদ্ধেয় অগ্রজ কবীর সুমন। কারণ তিনি কবীর সুমন। আমার ক্ষুদ্র সংগীতজীবনে উনার সান্নিধ্য পেয়েছি।
‘আমার ক্যারিয়ারে যুক্ত হলো একটি সফলতার পালক। হ্যাঁ, কবীর সুমন চেয়েছেন আমি যেন তার সঙ্গে ডুয়েট গান করি। এই গানটি নিয়ে উনার উচ্ছ্বাস দেখে আমি আপ্লুত।
‘জীবনে হয়তো কোনো দিন কিছু ভালো কাজ করেছিলাম। হয়তো ময়মুরব্বি বন্ধুস্বজনদের দোয়া ছিল।’
গানের রেকর্ডিং মাত্রই শেষ হয়েছে, শিগগিরই গানটি বাংলাঢোলের অনলাইন প্ল্যাটফর্ম থেকে প্রকাশ পাবে বলে জানান আসিফ আকবর।