বাংলাদেশ

মতামত

খেলা

বিনোদন

জীবনযাপন

তারুণ্য

কিড জোন

অন্যান্য

রেস-জেন্ডার

ফ্যাক্ট চেক

স্বাস্থ্য

আন্তর্জাতিক

শিক্ষা

অর্থ-বাণিজ্য

বিজ্ঞান-প্রযুক্তি

রানা প্লাজা থেকে গুণিন, পরীমনির সিনেমাটিক জীবন

  • নিউজবাংলা ডেস্ক   
  • ২৪ অক্টোবর, ২০২২ ০৯:৪৬

বাস্তব জীবনের যে গল্প এরই মধ্যে বলা হয়ে গেছে, সেই গল্প পর্দার কাহিনি থেকে কোনো অংশে কম না। পরীমনি সিনেমার, তার জীবনটাও যেন সিনেমার মতোই। যার শুরু আছে, গল্পে কিছুটা এগিয়ে হোঁচট খাওয়া আছে, আছে টুইস্ট, আছে বিরতি, আছে নতুন করে শুরু।

গল্পের শুরু আছে, আছে শেষ। পরীর গল্প অবশ্য এখন মাঝামাঝি পৃষ্ঠায়। কেবল মা হয়েছেন। স্বামী-সংসার নিয়ে আরও অনেকখানি গল্প তার বাকি। সে গল্প জানতে করতে হবে অপেক্ষা।

বাস্তব জীবনের যে গল্প এরই মধ্যে বলা হয়ে গেছে, সেই গল্প পর্দার কাহিনি থেকে কোনো অংশে কম না। পরীমনি সিনেমার, তার জীবনটাও যেন সিনেমার মতোই।

যার শুরু আছে, গল্পে কিছুটা এগিয়ে হোঁচট খাওয়া আছে, আছে টুইস্ট, আছে বিরতি, আছে নতুন করে শুরু।

শামসুন্নাহার স্মৃতি নামটি পরে জানা যায়। প্রথমে পরীমনি নামে তিনি পরিচিত হন ২০১৫ সালে ‘ভালোবাসা সীমাহীন’ সিনেমার মাধ্যমে। তাকে বেশি পরিচিতি দেয় একই বছরের ‘রানা প্লাজা’ সিনেমা। নানা কারণে রানা প্লাজা মুক্তি না পাওয়ার কারণেই মূলত তিনি আসেন আলোচনায়।

২০১৫-২০১৭ এর মধ্যে ২০টিরও বেশি সিনেমায় চুক্তিবদ্ধ হন এবং এর অনেকটি মুক্তিও পায়। এ সিনেমাগুলো তার ক্যারিয়ারে তেমন কোনো প্রভাব রাখেনি বলে পরে অনুধাবন করেন পরীমনি। নানা সাক্ষাৎকারে সে কথা বলেছেনও এ অভিনেত্রী।

এই অভিনেত্রীকে পরিবর্তন করে দেয় গিয়াস উদ্দিন সেলিম পরিচালিত ‘স্বপ্নজাল’ সিনেমার শুভ্রা চরিত্র। ২০১৮ সালে সিনেমাটিতে কাজ করার পর বেছে কাজ করা শুরু করেন পরী।

এরপর তিনি খ্যাতিমান চলচ্চিত্র নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকীর সঙ্গে বিজ্ঞাপন করেছেন, সিনেমা করেছেন অভিনেতা তৌকীর আহমেদের পরিচালনায়। চয়নিকা চৌধুরী তাকে নিয়ে সিনেমা বানিয়েছেন।

বিপ্লবী প্রীতিলতার চরিত্রে অভিনয় করার সুযোগ হয়েছে এ অভিনেত্রীর। এখন পর্যন্ত পরী অভিনীত শেষ সিনেমা মুক্তি পেয়েছে ‘গুণিন’। এটিরও পরিচালক গিয়াস উদ্দিন সেলিম।

২০২০ সালের ডিসেম্বরে পরীমনি জায়গা করে ব্যবসা সমায়িকী ফোর্বসে। ডিজিটাল মাধ্যমে এশিয়ার সেরা এক শ’ তারকার তালিকায় আসে তার নাম।

এর মধ্যে তিনি টক অব দ্য কান্ট্রিতে পরিণত হন। সেটা অবশ্য সিনেমায় অভিনয়ের জন্য নয়। গত বছরের জুন মাসে পরীমনিকে ধর্ষণচেষ্টার অভিযোগ, আগস্ট মাসে পরীর বাসায় র‌্যাবের অভিযান এবং একই মাসে কারাবাস তাকে নিয়ে যায় আলোচনার তুঙ্গে।

তবে সব ধকল কাটিয়ে শক্তিশালী প্রত্যাবর্তন করেন পরী। আগস্টে কারাবাস শেষ করে সেপ্টেম্বরে তিনি শুটিংয়ে ফেরেন। আর এ শুটিংয়েই তিনি খুঁজে পান তার ভালোবাসা।

দেরি করে হলেও জানা যায় বিয়ে করেছেন অভিনেতা শরিফুল রাজ ও পরীমনি। চলতি বছরের ১০ আগস্ট জীবনের শ্রেষ্ঠ উপহার পান রাজ-পরী। তাদের ঘরে আসে প্রথম সন্তান রাজ্য। আর এভাবে যেন নতুনভাবে জীবন শুরু করেন পরীমনি।

সোমবার এ অভিনেত্রীর জন্মদিন। এর আগে জমকালো আয়োজনে হয়েছে পরীমনির জন্মদিন। এবারও আয়োজন রাখা হয়েছে। পরী জানিয়েছেন, ছেলে রাজ্যর সঙ্গে কেক কাটবেন তিনি।

এ বিভাগের আরো খবর