কখনও নায়ক হয়ে পর্দায় এসেছেন। আবার কখনও গায়ক হয়ে নেট দুনিয়ায় ধরা দিয়েছেন তুমুল আলোচিত কনটেন্ট ক্রিয়েটার হিরো আলম।
সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন সময় তাকে নিয়ে দেখা গেছে নানা আলোচনা-সমালোচনা। শুধু তাই নয়, বেসুরে রবীন্দ্রসংগীত গাওয়ার ‘অপরাধে’ গোয়েন্দা পুলিশের জিজ্ঞাসাবাদের মুখেও পড়তে হয়েছে তাকে।
এসবের কিছুই দমাতে পারেনি হিরো আলমকে। নিজের মতো করে চালিয়ে যাচ্ছেন তার কাজ। সোশ্যাল মিডিয়ায় তোলপাড় করা এ ব্যক্তি এবার আত্মপ্রকাশ করেছেন কবি হিসেবে।
হাসিওয়ালা নামে একটি পোয়েটিক ফিল্মে কবি চরিত্রে অভিনয় করছেন হিরো আলম। এতে তার নিজের জীবনের ওপর ভিত্তি করে লেখা একটি কবিতাও রয়েছে, যেটি আবৃত্তি করতে দেখা যাবে তাকে।
নিউজবাংলার সঙ্গে রোববার রাতে আলাপকালে এ কথা নিজেই জানিয়েছেন হিরো আলম। এদিন সিরাজগঞ্জে ফিল্মটির শুটিংও শুরু করেছেন হিরো আলম।
শুটিং স্পট থেকে নিউজবাংলাকে তিনি বলেন, ‘আমি তো নানা কিছু করেছি। এবার একটু ভিন্নভাবে আসছি, কবি হয়ে। আজকে শুটিং শুরু করলাম। সপ্তাহখানেক লাগবে শুটিং শেষ হতে।’
কাজটি নিয়ে ব্যাপক আশাবাদী হিরো আলম। নাম হাসিওয়ালা হলেও লোকজন যাতে এটা নিয়ে হাসাহাসি করতে না পারে এমন প্রত্যয় নিয়েই ১০-১২ মিনিটের এই ফিল্মটি করছেন বলে জানালেন তিনি।
বলেন, ‘এটা নিয়ে দুই মাস ধরে অনেক পরিশ্রম করেছি। যাতে ভালো হয়, লোকজন যাতে ট্রল করতে না পারে সেভাবেই করছি।’
কবে নাগাদ এবং কোন প্ল্যাটফর্মে ফিল্মটি মুক্তি দেবেন জানতে চাইলে হিরো আলম বলেন, ‘খুব দ্রুতই রিলিজ হবে। কয়েকটা ওটিটি প্ল্যাটফর্ম ও টিভি চ্যানেলের সঙ্গে কথা হচ্ছে, এখন যেখানে হয়।’
ইতোমধ্যে ফেসবুকে ফিল্মটির ফার্স্ট লুকও প্রকাশ করেছেন তিনি। হাসিওয়ালা ফিল্মটির কবিতা, গল্প, চিত্রনাট্য ও পরিচালনা করেছেন অতিন্দ্র কান্তি অজু।