অভিনেত্রী হিসেবে তুমুল আলোচিত পরীমনি এবার আসছেন কাহিনিকার হিসেবে। তার কাহিনিতে তৈরি হবে অডিও-ভিস্যুয়াল। প্রজেক্টটির নাম নতুন জন্মের গল্প। এর চিত্রনাট্যকার ও পরিচালক রুদ্র হক।
এটি সিনেমা, নাকি তথ্যচিত্র না স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র তা নিউজবাংলাকে নিশ্চিত করেননি রুদ্র। জানালেন, সোমবার চমকটি দেয়া হবে।
রোববার দুপুরে রুদ্র নিউজবাংলাকে বলেন, ‘প্রজেক্টটির কাহিনিকার পরীমনি। তবে এটি কী ধরনের প্রজেক্ট তা এখনই জানাতে চাই না। আগামীকাল (সেমাবার) বিষয়টি নিশ্চিত করা হবে।’
নতুন জন্মের গল্প এর কাহিনিকার পরীমনি ও চিত্রনাট্যকার-পরিচালক রুদ্র হক। ছবি: রুদ্র হকের ফেসবুক থেকে
রোববার দুপুরে রুদ্র তার ফেসবুক অ্যাকাউন্টে তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে দেখা যাচ্ছে, একটি কাগজের ওপরে লেখা ‘নতুন জন্মের গল্প’, যার কাহিনিকার হিসেবে লেখা শামসুন্নাহার স্মৃতি (পরীমনি) এর নাম এবং রুদ্র হকের নাম লেখা আছে চিত্রনাট্যকার ও পরিচালক হিসেবে।
সোমবার পরীমনির জন্মদিন। বিশেষ এ দিনেই জানানো হবে নতুন জন্মের গল্প এর বিস্তারিত।